এইচএসসি ২০২২ - অর্থনীতি ১ম পত্র | অধ্যায় ১০ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১০

২১. নিচের কোনটি ফিশারীয় সমীকরণ?

ক. M = V খ. M = KPT

গ. MV = PT ঘ. MV = P

২২. MV = PT সমীকরণের MV এবং PT দ্বারা কী প্রকাশ পায়?

ক. মূল্যস্তর এবং চাহিদা

খ. অর্থের চাহিদা এবং অর্থের জোগান

গ. লেনদেনযোগ্য দ্রব্য ও সেবার পরিমাণ

ঘ. অর্থের পরিমাণ এবং অর্থের প্রচলন গতি

২৩. বাণিজ্যিক ব্যাংকের অন্যতম মূল লক্ষ্য কী?

ক. বেকারত্ব হ্রাস করা

খ. বিনিয়োগ করা

গ. মুনাফা অর্জন করা

ঘ. ব্যবসা করা

২৪. নিচের কোনটি কেমব্রিজ সমীকরণ?

ক. M = V

খ. MV = P

গ. M = KPT

ঘ. MV = PT

২৫. M = 200, K = 0.2 এবং T = 100 হলে, কেমব্রিজ সমীকরণ অনুযায়ী P = কত?

ক. 5 খ. 10

গ. 20 ঘ. 50

২৬. ব্যাংক তার নিজের এবং অন্য লোকের ঋণের কারবার করে। কে বলেন?

ক. মার্শাল

খ. অ্যাডাম স্মিথ

গ. জে এম কেইন্স

ঘ. অর্থনীতিবিদ ক্রাউথার

২৭. যে ব্যাংক দেশের সার্বিক কল্যাণ সাধনের লক্ষ্যে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীনে থেকে অর্থনৈতিক সমতা বিধান ও মূল্যস্তর স্থিতিশীল রাখতে সচেষ্ট হয়, তাকে কোন ধরনের ব্যাংক বলা হয়?

ক. কেন্দ্রীয় ব্যাংক

খ. বাণিজ্যিক ব্যাংক

গ. বিশেষায়িত ব্যাংক

ঘ. রাষ্ট্রীয় ব্যাংক

২৮. দেশের কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য কী?

i. মূল্যস্তরের স্থিতিশীলতা রক্ষা

ii. অর্থের প্রচলন ও নিয়ন্ত্রণ

iii. মুদ্রা বাজার নিয়ন্ত্রণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

২৯. নোট প্রচলন করা কোন ব্যাংকের কার্যাবলির আওতাধীন?

ক. বিশেষায়িত ব্যাংকের

খ. বাণিজ্যিক ব্যাংকের

গ. কেন্দ্রীয় ব্যাংকের

ঘ. রাষ্ট্রীয় ব্যাংকের

সঠিক উত্তর

অধ্যায় ১০: ২১.গ ২২.খ ২৩.গ ২৪.গ ২৫.খ ২৬.ঘ ২৭.ক ২৮.ঘ ২৯.গ

শেখ আবু সাঈদ আবদুল্লাহ, প্রভাষক, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন