এইচএসসি ২০২২ - অর্থনীতি ২য় পত্র | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

১১. ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট–২০১৪ অনুযায়ী বাংলাদেশের নিট অভিবাসন কত?

ক. - ৫৪০ খ. - ৫৫০

গ. - ৫৬০ ঘ. - ৫৭০

১২. ‘অর্থনৈতিক সমীক্ষা-২০১৬’ অনুযায়ী ২০১৪ সালের স্থূল জন্মহার কত?

ক. ১৮.৯০ খ. ২০.১৪

গ. ২৩.১২ ঘ. ২৪.০৫

১৩. বাংলাদেশে সর্বশেষ আদমশুমারি হয় কত সালে?

ক. ২০০৮ সালে খ. ২০১১ সালে

গ. ২০১৪ সালে ঘ. ২০১৫ সালে

১৪. ‘খ’দেশটি আয়তনে ছোট হলেও এটি একটি ঘনবসতিপূর্ণ দেশ। এখানকার বেশির ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। উল্লেখিত দেশে সামাজিক ক্ষেত্রে কেমন প্রভাব পড়তে পারে?

i. শিক্ষার ঘাটতি

ii. চিকিৎসার ঘাটতি

iii. পুষ্টির অভাব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৫. ২০১৫ সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে কতজন লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করে?

ক. ২০.৫ শতাংশ খ. ২১.৩ শতাংশ

গ. ২৪.৮ শতাংশ ঘ. ২৫.৪ শতাংশ

১৬. কত সাল থেকে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়?

ক. ১৯৯০ সাল খ. ১৯৯১ সাল

গ. ১৯৯২ সাল ঘ. ১৯৯৩ সাল

১৭. একটি দেশের জনসংখ্যা বৃদ্ধি কোন কোন ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে?

i. অর্থনৈতিক

ii. সামাজিক

iii. রাজনৈতিক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৮. ২০১৫ সালে বাংলাদেশে শিক্ষার হার কত ছিল?

ক. ৬০.২% খ. ৬১.১২%

গ. ৬২.৩% ঘ. ৬৩.২%

১৯. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২০ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশি পুরুষের গড় আয়ু কত?

ক. ৭১.২ বছর খ. ৭০.১ বছর

গ. ৭১.১ বছর ঘ. ৭২.১ বছর

২০. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২০ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশি নারীদের গড় আয়ু কত?

ক. ৭০.৬ বছর খ. ৭৪.৫ বছর

গ. ৭২.৬ বছর ঘ. ৭৩.৬ বছর

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১১.ঘ ১২.ক ১৩.খ ১৪.ঘ ১৫.গ ১৬.ক ১৭.ঘ ১৮.গ ১৯.ক ২০.খ

শেখ আবু সাঈদ আবদুল্লাহ্​, প্রভাষক, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন