এইচএসসি ২০২২ - বাংলা ১ম পত্র | বিদ্রোহী : বহুনির্বাচনি প্রশ্ন

বিদ্রোহী

২১. ‘বিদ্রোহী’ কবিতায় কবি কাকে কুর্নিশ করেন?

ক. যোদ্ধাকে খ. শিক্ষককে

গ. সূর্যকে ঘ. নিজেকে

২২. ‘বিদ্রোহী’ কবিতায় কবি নিজেকে কার বাঁশরী বলেছেন?

ক. রাখালের খ. অর্ফিয়ুসের

গ. গায়কের ঘ. নাট্যকারের

২৩. পরশুরামের কঠোর কুঠার দিয়ে কবি কী করবেন?

ক. অসত্যকে ধ্বংস করবেন

খ. বৈষম্য দূর করবেন

গ. সত্য প্রতিষ্ঠা করবেন

ঘ. উদার শান্তি আনবেন

২৪. কবি কী উপাড়ি ফেলবেন?

ক. মিথ্যা খ. জড়তা

গ. অধীন বিশ্ব ঘ. জঙ্গল

২৫. কবি কবে শান্ত হবেন?

ক. অত্যাচারীর অত্যাচার বন্ধ হলে

খ. সত্য প্রতিষ্ঠিত হলে

গ. কবি যুদ্ধে জয়ী হলে

ঘ. সাম্য প্রতিষ্ঠিত হলে

২৬. ‘বিদ্রোহী’ কবিতায় কবি এলোকেশে নিজেকে কোন ঝড় বলেছেন?

ক. চৈত্রের ঝড় খ. মরুঝড়

গ. ঘূর্ণিঝড় ঘ. অকাল বৈশাখী ঝড়

২৭. কবি বিশ্বকে কী করবেন?

ক. নতুন করে সাজাবেন

খ. ধ্বংস করবেন

গ. দাহন করবেন

ঘ. সৃজন করবেন

২৮. ‘বিদ্রোহী’ কবিতায় কবি নিজেকে কার সূত বলে পরিচয় দিয়েছেন?

ক. রামের খ. ইন্দ্রাণীর

গ. লক্ষ্মণের ঘ. উর্মিলার

২৯. মহাদেবের অপর নাম কী?

ক. নটরাজ খ. ভিমরাজ

গ. রাম ঘ. কৃষ্ণ

৩০. ইন্দ্রের স্ত্রীর নাম কী?

ক. সীতা খ. উর্মিলা

গ. প্রমিলা ঘ. ইন্দ্রাণী

সঠিক উত্তর

বিদ্রোহী: ২১.ঘ ২২.খ ২৩.ঘ ২৪.গ ২৫.ক ২৬.ঘ ২৭.গ ২৮.খ ২৯.ক ৩০.ঘ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন