পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
এইচএসসি ২০২২ - সমাজবিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৮: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ৮
১. ক্ষত্রিয়রা মূলত কোন শ্রেণিভুক্ত?
ক. যোদ্ধা খ. ব্যবসায়ী
গ. শিক্ষিত ঘ. অভিজাত
২. সামাজিক স্তরবিন্যাসে ক্রিয়াবাদী তত্ত্বের প্রবক্তা কে?
ক. ডেভিস এবং মুর
খ. কার্ল মার্ক্স
গ. পারসন্স
ঘ. ডুর্খেইম
৩. শ্রেণির ভিত্তি কী?
ক. ঐতিহ্য
খ. সম্পদ
গ. আর্থসামাজিক অবস্থা
ঘ. বংশমর্যাদা
৪. দাস থেকে সুলতান হয়েছিলেন কে?
ক. জাহাঙ্গীর খ. শাহজাহান
গ. ইলতুৎমিশ ঘ. আকবর
৫. সামাজিক স্তরবিন্যাসের উপাদান কয়টি?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
৬. ঐতিহ্যবাহী হিন্দু সমাজে কয়টি বর্ণ দেখা যায়?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
৭. অসমতা গড়ে ওঠে—
i. জাতিভেদে
ii. বংশমর্যাদাভেদে
iii. নরগোষ্ঠীভেদে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৮. এস্টেট বলতে বোঝানো হয়েছে—
i. ভূসম্পত্তি কিংবা সামাজিক শ্রেণি
ii. অর্থনৈতিক গোষ্ঠী
iii. রাজনৈতিক গোষ্ঠী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৯. আফ্রিকার নিগ্রোরা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়। এটি কোন ধরনের অসমতা—
ক. জাতিভেদে
খ. বর্ণভেদে
গ. নরগোষ্ঠীভেদে
ঘ. অঞ্চলভেদে
১০. বর্ণপ্রথার ক্ষেত্রে প্রযোজ্য—
i. অন্তর্গোত্র বিবাহভিত্তিক দল
ii. জন্মসূত্রে অর্জন করা যায়
iii. পেশার সাদৃশ্য বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৮: ১.ক ২.ক ৩.গ ৪.গ ৫.গ ৬.গ ৭.ঘ ৮.গ ৯.গ ১০.ঘ
মোহাম্মদ হেদায়েত উল্লাহ, প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম