এইচএসসি ২০২২ - হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ২ :বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

২১. কীভাবে লেনদেনগুলোকে খতিয়ানে লেখা হয়?

ক. সারিবদ্ধভাবে

খ. আলাদাভাবে

গ. সংক্ষিপ্ত ও শ্রেণিবদ্ধভাবে

ঘ. বছরের ক্রমানুসারে

২২. খতিয়ান প্রধানত কয় ভাগে বিভক্ত?

ক. ২ ভাগে খ. ৩ ভাগে

গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে

২৩. জাবেদা থেকে লেনদেনকে খতিয়ানের সংশ্লিষ্ট হিসাবগুলোতে স্থানান্তর করাকে কী বলে?

ক. ফলোয়িং খ. ব্যালেন্সিং

গ. পোস্টিং ঘ. কস্টিং

২৪. লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল বলা হয় কোনটিকে?

ক. জাবেদাকে

খ. রেওয়ামিলকে

গ. খতিয়ানকে

ঘ. আর্থিক অবস্থার বিবরণীকে

২৫. হিসাবের পাকা বই কোনটি?

ক. জাবেদা

খ. বিক্রয় বই

গ. নগদান বই

ঘ. খতিয়ান

২৬. খতিয়ানের ক্রেডিট ব্যালেন্স সাধারণত কী নির্দেশ করে?

ক. সম্পদ ও খরচ খ. আয় ও ব্যয়

গ. আয় ও ব্যয় ঘ. সম্পদ ও দায়

২৭. খতিয়ান হিসাবের উদ্ধৃত্ত পুনরায় পরবর্তী সময়ের প্রথম তারিখে কী নামে লেখা হয়?

ক. C/O খ. B/F

গ. C/F ঘ. D/O

২৮. সি/ডি কথাটির অর্থ কী?

ক. পেছনে আনীত খ. ওপরে নীত

গ. নিচে নীত ঘ. সম্মুখে নীত

২৯. খতিয়ানের আধুনিক চলমান জের ছকে কয়টি টাকার ঘর থাকে?

ক. তিনটি খ. চারটি

গ. পাঁচটি ঘ. ছয়টি

৩০. ‘Folioing’ শব্দটির অর্থ কী?

ক. খতিয়ান পৃষ্ঠা লিখন

খ. জাবেদা পৃষ্ঠা লিখন

গ. পৃষ্ঠা নম্বর লিখন

ঘ. লেনদেন স্থানান্তরকরণ

সঠিক উত্তর

অধ্যায় ২: ২১.গ ২২.ক ২৩.ক ২৪.গ ২৫.ঘ ২৬.গ ২৭.খ ২৮.গ ২৯.খ ৩০.গ

মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন