এনআইএসটিতে নবীনবরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এনআইএসটি) ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছবি: সংগৃহীত

ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এনআইএসটি) ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লব চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেকে প্রস্তুত করতে হবে। শিক্ষার ন্যায্য দাবি আদায়ে লড়াই করতে হয়েছে। তবে কখনো শিক্ষকদের অসম্মান করিনি।’

বেসরকারি পর্যায়ে স্বাধীনতা–উত্তর বাংলাদেশে শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে ও উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যাপক সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে রাশেদ খান মেনন বলেন, বেশ কিছু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আস্থা অর্জন ও গ্রহণযোগ্যতা প্রমাণে সক্ষম হয়েছে। ড্যাফোডিল তার মধ্যে একটি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির একাডেমিক পরিচালক মো. সরোয়ার হোসেন মোল্লা। সভাপতিত্ব করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যক্ষ মো. ফয়েজ হোসেন।