ওই নির্দেশনায় বিভিন্ন বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি তুলে ধরা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয় জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, চলতি বছরের (২০২২) এসএসসি ও এইচএসসি পরীক্ষা আগামী জুন থেকে আগস্টের মধ্যে হতে পারে। পরীক্ষা হবে সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে।
তবে কম বিষয়ে পরীক্ষা নেওয়া হবে কি না, সেটি পরীক্ষা শুরুর কাছাকাছি সময়ে গিয়ে বলা যাবে।
করোনা সংক্রমণের কারণে গত বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা কেবল গ্রুপভিত্তিক তিন বিষয়ে কম নম্বরের ভিত্তিতে হয়েছিল।