এসএসসি পরীক্ষার প্রস্তুতি ২০১৭ বাংলা ইংরেজি পদার্থবিজ্ঞান গণিত
এসএসসি পরীক্ষার প্রস্তুতি: গণিত
প্রিয় পরীক্ষার্থী, আজ গণিত বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৮
২৭। একটি বৃত্ত ও ওই বৃত্তের স্পর্শকের কয়টি সাধারণ বিন্দু থাকে?
ক. 0টি খ. 1টি গ. 2টি ঘ. 3টি
২৮। প্রতিটি বৃত্তের ব্যাস বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উত্পন্ন করে?
ক. 100হ্ন খ. 120হ্নগ. 180হ্ন ঘ. 360হ্ন
২৯। দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 7 সেমি ও 5 সেমি। বৃত্তদ্বয় অন্তঃস্থভাবে পরস্পরকে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে?
ক. 0 সেমি খ. 2 সেমি গ. 8 সেমি ঘ. 12 সেমি
৩০। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে স্পর্শবিন্দুতে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যাবে?
ক. 0টি খ. 1টি গ. 2টি ঘ. 3টি
৩১। একটি বর্গে অন্তর্লিখিত বৃত্তের কয়টি স্পর্শক থাকে?
ক. 0টি খ. 1টি গ. 2টি ঘ. 4টি
৩২। একটি ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তকে বলা হয়—
ক. পরিবৃত্ত খ. অন্তর্বৃত্ত গ. সমবৃত্ত ঘ. বহির্বৃত্ত
৩৩। কোনো ত্রিভুজে একটি বহির্বৃত্ত আঁকলে বৃত্তটি ত্রিভুজের কয়টি বাহুকে স্পর্শ করবে?
ক. 0টি খ. 1টি গ. 2টি ঘ. 3টি
৩৪। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি—
ক. বর্গক্ষেত্র খ. আয়তক্ষেত্র গ. ট্রাপিজিয়াম ঘ. রম্বস
৩৫। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিকের প্রতিটি কোণের ডিগ্রি পরিমাপ কত?
ক. 120হ্ন খ. 100হ্নগ. 90হ্ন ঘ. 60হ্ন
৩৬। A ও B কেন্দ্রবিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে C বিন্দুতে স্পর্শ করলে নিচের কোনটি সঠিক?
ক. AC = BC খ. AC > BC গ. AC BC ঘ. A, C, B সমরেখ
নিচের চিত্রে বৃত্তের কেন্দ্র O এবং PA ও PB বৃত্তের দুটি স্পর্শক।
ওপরের তথ্যের আলোকে নিচের ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
৩৭। ╨ABO = কত ডিগ্রি? ক. 100হ্ন খ. 90হ্নগ. 80হ্ন ঘ. 60হ্ন
৩৮। x-এর মান কত? ক. 1 খ. 2 গ. 3 ঘ. 4
৩৯। বৃত্তের ভেতরে অবস্থিত কোনো বিন্দু থেকে বৃত্তে কয়টি স্পর্শক আঁকা যায়?
ক. 0টি খ. 1টি গ. 2টি ঘ. 3টি
৪০। O কেন্দ্রবিশিষ্ট কোনো বৃত্তের বহিঃস্থ বিন্দু P থেকে বৃত্তে দুটি স্পর্শক PQ ও PR টানা হলে PQR কোন ধরনের ত্রিভুজ হবে?
ক. সমকোণী খ. সমবাহু গ. সমদ্বিবাহু ঘ. বিষমবাহু
৪১। দুটি বৃত্তে কয়টি তির্যক স্পর্শক আঁকা যায়?
ক. 0টি খ. 1টি গ. 2টি ঘ. 3টি
৪২। 6 ও 4 সেমি ব্যাসবিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সেমি? ক. 1 খ. 2 গ. 3 ঘ. 4
৪৩। কোনো ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত আঁকা যাবে? ক. 1 খ. 2 গ. 3 ঘ. 4
৪৪। দুটি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে। তাদের একটির ব্যাসার্ধ ৪ সেমি হলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
ক. 0 সেমি খ. 4 সেমি গ. 8 সেমি ঘ. 12 সেমি
নিচের চিত্রটিতে O বৃত্তের কেন্দ্র হলে নিচের ৪৫ ও ৪৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
৪৫। বৃত্তের ব্যাস কত সেমি? ক. 2 খ. 3 গ. 4 ঘ. 5
৪৬। OB = কত সেমি? ক. 1.5 খ. 2.5 গ. 3.5 ঘ. 4.5
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মাস্টার ট্রেইনার, শিক্ষক, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
উত্তর
গণিত
অধ্যায়-৮
২৭. খ ২৮. গ ২৯. খ ৩০. খ ৩১. ঘ ৩২. ক ৩৩. খ ৩৪. খ ৩৫. গ ৩৬. ঘ ৩৭. খ ৩৮. ক ৩৯. ক ৪০. গ ৪১. গ ৪২. ক ৪৩. গ ৪৪. গ ৪৫. ঘ ৪৬. খ