এসএসসি ২০২২ - জীববিজ্ঞান | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

৩৫. সালোকসংশ্লেষণকে কোন বিজ্ঞানী দুটি পর্যায়ে ভাগ করেন?

ক. ব্ল্যাকম্যান

খ. জোহান মেন্ডেল

গ. আইজ্যাক নিউটন

ঘ. মাদাম কুরি

৩৬. আলোক রশ্মির ফোটন শোষণ করে কে?

ক. অক্সিজেন অণু

খ. ক্লোরোফিল অণু

গ. কার্বন অণু

ঘ. এটিপি

৩৭. সবুজ উদ্ভিদে কার্বন ডাই–অক্সাইড বিজারণের কয়টি গতিপথ শনাক্ত করা হয়েছে?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. ছয়

৩৮. ক্যালভিন চক্র আবিষ্কারের জন্য বিজ্ঞানী ক্যালভিন কত সালে নোবেল পুরস্কার পান?

ক. ১৯৪৫ খ. ১৯৫২

গ. ১৯৬১ ঘ. ১৯৬৮

৩৯. কিসের প্রভাবে পত্ররন্ধ্র উন্মুক্ত হয়?

ক. অক্সিজেন

খ. কার্বন ডাই–অক্সাইড

গ. পানি

ঘ. সূর্যালোক

৪০. সালোকসংশ্লেষণ ভালো হয় না কোন আলোতে?

ক. লাল ও নীল খ. নীল ও কমলা

গ. বেগুনি ও লাল ঘ. সবুজ ও হলুদ

৪১. কত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সালোকসংশ্লেষণ সবচেয়ে ভালো হয়?

ক. ৪০০–৪৮০ ন্যানোমিটার এবং ৬৮০ ন্যানোমিটার

খ. ৪২০–৪৮০ ন্যানোমিটার এবং ৬৯০ ন্যানোমিটার

গ. ৪৮০–৫৮০ ন্যানোমিটার এবং ৭৮০ ন্যানোমিটার

ঘ. ৪৯০–৫৮০ ন্যানোমিটার এবং ৮৮০ ন্যানোমিটার

৪২. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য পরিমিত তাপমাত্রা কত?

ক. ২২০–৩৫০ সেলসিয়াস

খ. ২৪০–৩৮০ সেলসিয়াস

গ. ২৪০–৪৮০ সেলসিয়াস

ঘ. ২৪০–৬৮০ সেলসিয়াস

৪৩. কোন পরিবেশে সালোকসংশ্লেষণ সম্পূর্ণ বন্ধ থাকে?

ক. কার্বন ডাই–অক্সাইডবিহীন

খ. অক্সিজেনবিহীন

গ. ক্লোরোফিলবিহীন

ঘ. মিথেনবিহীন

৪৪. ক্লোরোফিলের প্রধান উপকরণ—

i. অক্সিজেন

ii. নাইট্রোজেন

iii. ম্যাগনেশিয়াম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৩৫.ক ৩৬.খ ৩৭.খ ৩৮.গ ৩৯.ঘ ৪০.ঘ ৪১.ক ৪২.ক ৪৩.খ ৪৪.গ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের গতকাল প্রকাশিত বহুনির্বাচনি প্রশ্ন