এসএসসি ২০২২ - পদার্থবিজ্ঞান | অধ্যায় ১১ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১১

১১. কোনো তারের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য 10v। এর রোধ 2 ওহম হলে এর মধ্য দিয়ে কী পরিমাণ তড়িত্প্রবাহ চলবে?

ক. 5A খ. 20A

গ. 0.2A ঘ. 12A

১২. আপেক্ষিক রোধের বিপরীত রাশি কোনটি?

ক. পরিবাহী খ. পরিবাহকত্ব

গ. পরিবাহিতা ঘ. পরিবাহক

১৩. আপেক্ষিক রোধের একক কী?

ক. ওহ্ম মিটার খ. ওহ্ম

গ. ভোল্ট ঘ. অ্যাম্পিয়ার

১৪. নিচের কোনটির রোধ বেশি?

ক. রুপা খ. তামা

গ. নাইক্রোম ঘ. টাংস্টেন

১৫. কোনো পরিবাহীর রোধ নির্ভর করে পরিবাহীর—

i. দৈর্ঘ্যের ওপর

ii. উপাদানের ওপর

iii. তাপমাত্রার ওপর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৬. 1 kWh = কত জুল?

ক. 3.6×106 খ. 3.6×105

গ. 36×106 ঘ. 106

নিচের তথ্যের আলোকে ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও

5 ওহমের চারটি রোধকে আলাদাভাবে অনুক্রমিক ও সমান্তরাল সন্নিবেশে সংযুক্ত করা হলো।

১৭. শ্রেণি সন্নিবেশে তুল্য রোধ কত ওহম?

ক. 5 খ. 9

গ. 10 ঘ. 20

১৮. বৈদ্যুতিক শক্তি ব্যয়ের প্রচলিত একক কী?

ক. ওহম খ. কিলোওয়াট/ঘণ্টা

গ. ভোল্ট ঘ. অ্যাম্পিয়ার

১৯. বিদ্যুৎ সরবরাহে সব সময় কটি তার থাকে?

ক. একটি খ. দুটি

গ. তিনটি ঘ. চারটি

২০. আমাদের দেশে বিদ্যুৎ কী হিসেবে সরবরাহ করা হয়?

ক. 120 V(AC) খ. 220 V(AC)

গ. 250 V(AC) ঘ. 320 V(AC)

সঠিক উত্তর

অধ্যায় ১১: ১১.ক ১২.খ ১৩.ক ১৪.গ ১৫.ঘ ১৬.ক ১৭.গ ১৮.খ ১৯.খ ২০.খ

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন