এসএসসি ২০২২ - পদার্থবিজ্ঞান | অধ্যায় ৮ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৮

১. আলো কী ধরনের তরঙ্গ?

ক. যান্ত্রিক তরঙ্গ খ. চৌম্বক তরঙ্গ

গ. শব্দতরঙ্গ ঘ. তড়িৎচৌম্বক তরঙ্গ

২. গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের কী রূপ?

ক. সমান খ. অর্ধেক

গ. দ্বিগুণ ঘ. তিন গুণ

৩. সমতল দর্পণে সৃষ্ট বিম্ব কী রূপ হয়?

ক. উল্টো খ. বিবর্ধিত

গ. বাস্তব ঘ. অবাস্তব

৪. সৌরচুল্লিতে কোন দর্পণ ব্যবহার করা হয়?

ক. সমতল খ. অবতল

গ. উত্তল ঘ. সমতলোত্তল

৫. গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে কী বলে?

ক. মেরু খ. বক্রতার কেন্দ্র

গ. বক্রতার ব্যাসার্ধ ঘ. প্রধান অক্ষ

৬. গোলীয় দর্পণ কয় প্রকার?

ক. ১ খ. ২

গ. ৩ ঘ. ৪

৭. সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব—

i. বাস্তব

ii. অবাস্তব

iii. সোজা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের তথ্যের আলোকে ৮-৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

যানবাহনে ব্যবহৃত পেছনের গাড়ি বা পথচারীকে দেখার দর্পণের বক্রতার ব্যাসার্ধ 2m.

৮. দর্পণটি কোন প্রকৃতির?

ক. সমতল খ. অবতল

গ. উত্তল ঘ. সমতলোত্তল

৯. দর্পণটির ফোকাস দূরত্ব কত মিটার?

ক. 0.5 খ. 1

গ. 2 ঘ. 4

১০. দাঁতের চিকিত্সক দাঁত পরীক্ষা করার কাজে কোন দর্পণ ব্যবহার করেন?

ক. সমতল খ. অবতল

গ. উত্তল ঘ. সমতলাবতল

সঠিক উত্তর

অধ্যায় ৮: ১.গ ২.খ ৩.ঘ ৪.খ ৫.ক ৬.খ ৭.ঘ ৮.গ ৯.খ ১০.খ

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন