অধ্যায় ৮

২১. অভিলম্ব ও প্রতিফলকের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?

ক. 450 খ. 600

গ. 900 ঘ. 1800

২২. গোলীয় দর্পণের গৌণ অক্ষ কয়টি?

ক. 1 খ. 2

গ. 4 ঘ. অসংখ্য

২৩. লক্ষ্যবস্তু অসীম ও বক্রতার কেন্দ্রের মধ্যে থাকলে অবতল দর্পণে সৃষ্ট বিম্বের প্রকৃতি কী রূপ হবে?

ক. সদ ও উল্টো খ. সদ ও সোজা

গ. অসদ ও উল্টো ঘ. অসদ ও সোজা

২৪. রাস্তার বাঁকে কোন দর্পণ ব্যবহার করা হয়?

ক. সমতল দর্পণ

খ. অবতল দর্পণ

গ. উত্তল দর্পণ

ঘ. সমতলাবতল দর্পণ

২৫. রাস্তার বিপজ্জনক বাঁকে কত কোণে সমতল দর্পণ বসানো হয়?

ক. 450 খ. 600

গ. 900 ঘ. 1800

২৬. প্রতিফলন কত প্রকার?

ক. ১ খ. ২

গ. ৩ ঘ. ৪

২৭. কোন রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য ছোট?

ক. সবুজ খ. হলুদ

গ. নীল ঘ. লাল

২৮. কোনো বস্তুর রৈখিক বিবর্ধন 1 থেকে ছোট হলে দর্পণটি—

i. সমতল

ii. অবতল

iii. উত্তল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৯. এক লোক দর্পণের সামনে দাঁড়িয়ে নিজ দৈর্ঘ্যের চেয়ে দ্বিগুণ দৈর্ঘ্যের প্রতিবিম্ব দেখতে পান। বিম্বের রৈখিক বিবর্ধনের মান কত?

ক. 0.5 খ. 1

গ. 2 ঘ. 4

৩০. একটি সমতল দর্পণ থেকে কোনো বস্তুর দূরত্ব ২ মিটার হলে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব কত মিটার?

ক. 4 খ. 3

গ. 2 ঘ. 1

সঠিক উত্তর

অধ্যায় ৮: ২১.গ ২২.ঘ ২৩.ক ২৪.ক ২৫.ক ২৬.খ ২৭.গ ২৮.গ ২৯.গ ৩০.ক

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন