এসএসসি ২০২২ - পৌরনীতি ও নাগরিকতা | অধ্যায় ৬ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৬

১. বাংলাদেশের প্রথম সরকার কবে গঠিত হয়েছিল?

ক. ১০ এপ্রিল ১৯৭১

খ. ১৭ এপ্রিল ১৯৭১

গ. ১৮ জুন ১৯৭১

ঘ. ২৮ জুন ১৯৭১

২. বাংলাদেশ রাষ্ট্রের সব ক্ষমতার মালিক কে?

ক. সরকার খ. জনগণ

গ. রাষ্ট্রপতি ঘ. প্রধান বিচারপতি

৩. বাংলাদেশ সরকারের সরকারপ্রধান কে?

ক. রাষ্ট্রপতি

খ. প্রধান বিচারপতি

গ. প্রধানমন্ত্রী

ঘ. প্রধান নির্বাচন কমিশনার

৪. বাংলাদেশ সরকারের কয়টি বিভাগ রয়েছে?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

৫. শাসন বিভাগের অপর নাম কী?

ক. বিচার বিভাগ

খ. আইন বিভাগ

গ. নির্বাহী বিভাগ

ঘ. গণপূর্ত বিভাগ

৬. বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি কে?

ক. প্রধানমন্ত্রী

খ. রাষ্ট্রপতি

গ. প্রধান সেনাপতি

ঘ. প্রধান বিচারপতি

৭. বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যকাল কত বছর?

ক . ৪ বছর খ. ৫ বছর

গ. ৬ বছর ঘ. ৭ বছর

৮. কোনো ব্যক্তি একটানা কত বছরের বেশি রাষ্ট্রপতি পদে থাকতে পারবেন না?

ক. ৫ বছর খ. ৭ বছর

গ. ১০ বছর ঘ. ১৫ বছর

৯. কিসের মাধ্যমে মেয়াদ শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়?

ক. নির্বাচনের মাধ্যমে

খ. বল প্রয়োগের মাধ্যমে

গ. আলোচনার মাধ্যমে

ঘ. অভিশংসনের মাধ্যমে

১০. রাষ্ট্রপতি হতে হলে কোনো ব্যক্তিকে কমপক্ষে কত বছর বয়সী হতে হবে?

ক. ২৫ বছর খ. ৩০ বছর

গ. ৩৫ বছর ঘ. ৪০ বছর

সঠিক উত্তর

অধ্যায় ৬: ১.ক ২.খ ৩.গ ৪.খ ৫.গ ৬.খ ৭.খ ৮.গ ৯.ঘ ১০.গ

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন

পূর্ববর্তী দিনের পড়া