এসএসসি ২০২২ - ফিন্যান্স ও ব্যাংকিং | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

৪১. সরকার কোনটিতে অর্থ ব্যয় করে?

ক. প্রতিরক্ষা খ. আয়কর

গ. ভ্যাট ঘ. শুল্ক

৪২. পারিবারিক অর্থায়নের উদ্দেশ্য কী?

ক. পরিবারের সদস্যদের মঙ্গল

খ. পরিবার প্রধানের মঙ্গল

গ. আত্মীয়স্বজনের মঙ্গল

ঘ. সামাজিক মঙ্গল

৪৩. BCIC–এর পূর্ণনাম কী?

ক. Bangla Chemical Industries Corporation

খ. Bangladesh Chemical Industries Co-operation

গ. Bangladesh Chemical Industries Corporation

ঘ. Bangladesh Chemi Industries Corporation

৪৪. নিচের কোনটি অন্য তিনটি থেকে ভিন্ন?

ক. কাঁচামাল ক্রয়

খ. মেশিন ক্রয়

গ. আসবাব ক্রয়

ঘ. অফিস সরঞ্জাম ক্রয়

৪৫. PPP–এর পূর্ণনাম কী?

ক. Public Privet Partner

খ. Public Privet Project

গ. Public Partner Project

ঘ. Public Privet Partnership

৪৬. পৃথিবীতে শিল্পবিপ্লব কোন শতাব্দীতে ঘটেছিল?

ক. ষোড়শ খ. সপ্তদশ

গ. অষ্টাদশ ঘ. ঊনবিংশ

৪৭. IDB–এর পূর্ণনাম কী?

ক. Islamic Development Bank

খ. Islams Develop Bank

গ. Islamic Developing Bank

ঘ. Islam Developed Bank

৪৮. একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার কারণ—

i. প্রতিষ্ঠানের সুনাম

ii. মুনাফার হার

iii. গ্রাহক সেবা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৯. কোন ব্যবসায়ের জন্য শেয়ার ইস্যু প্রয়োজন?

ক. একমালিকানা

খ. অংশীদারি

গ. কোম্পানি

ঘ. সমবায় ব্যবসায়

৫০. ব্যবসায় মুনাফা অর্জন করতে হলে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে কী করতে হয়?

ক. উদ্দেশ্যের বাস্তবায়ন

খ. অর্থের সুষ্ঠু ব্যবহার

গ. সম্পদের মূল্যায়ন

ঘ. প্রকল্পের যথার্থতা যাচাই

সঠিক উত্তর

অধ্যায় ১: ৪১.ক ৪২.ক ৪৩.গ ৪৪.ক ৪৫.ঘ ৪৬.গ ৪৭.ক ৪৮.ঘ ৪৯.গ ৫০.ক

মো. শফিকুল ইসলাম ভূইঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন