সুভা
১. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন ?
ক. ১৮৪১ সালে খ. ১৮৫১ সালে
গ. ১৮৬১ সালে ঘ. ১৮৭১ সালে
২. সুভার পিতা বাণীকণ্ঠের অবস্থা কেমন ছিল?
ক. ধনী খ. অসহায়
গ. মধ্যবিত্ত ঘ. সচ্ছল
৩. মর্মবিদ্ধ হরিণীর মতো সুভা কার দিকে তাকায়?
ক. নদীতটের খ. প্রতাপের
গ. জন্মভূমির ঘ. সর্বশী ও পাঙ্গুলির
৪. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
ক. ১৯১১ সালে খ. ১৯১৩ সালে
গ. ১৯১৭ সালে ঘ. ১৯১৮ সালে
৫. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মারা যান?
ক. ১৯২১ সালে খ. ১৯৩১ সালে
গ. ১৯৪১ সালে ঘ. ১৯৫১ সালে
৬. ‘সুভাষিণী’ নামটি সার্থক হয়নি কেন?
ক. প্রতিবন্ধী বলে
খ. বিকলাঙ্গ বলে
গ. বুদ্ধিপ্রতিবন্ধী বলে
ঘ. বোবা বলে
৭. বোনদের মধ্যে সুভাষিণী ছিল কে?
ক. বড় খ. ছোট
গ. মেজ ঘ. সেজ
৮. সুভার বাবা সুভার নাম ‘সুভাষিণী’ রেখেছিলেন কেন?
ক. সুভা সুন্দর করে কথা বলত বলে
খ. সে শ্রুতিমধুর ভাষণ দিতে পারত বলে
গ. বড় বোনদের নামের সঙ্গে মিল রাখতে
ঘ. সুভা সুন্দর ছবি আঁকত বলে
৯. সুভার সাক্ষাতেই সকলে তার কোন বিষয়টি নিয়ে দুশ্চিন্তা করত?
ক. লেখাপড়া খ. ভবিষ্যৎ
গ. কাজকর্ম গ. প্রতিবন্ধিতা
১০. সুভা কার মনে সর্বদা জাগরূক ছিল?
ক. পিতামাতার খ.আত্মীয়স্বজনের
গ. প্রতিবেশীদের ঘ. বোনদের
সঠিক উত্তর:
অধ্যায় ১০: ১.ক ২.ঘ ৩.খ ৪.ঘ ৫.গ ৬.ঘ ৭.খ ৮.গ ৯.গ ১০.খ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা