এসএসসি ২০২২ - বাংলা ১ম পত্র | সুভা : বহুনির্বাচনি প্রশ্ন

সুভা

৩১. ‘সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না।’—এর কারণ কী?

ক. শারীরিক প্রতিবন্ধকতা

খ. নবযৌবনে পদার্পণ

গ. সুশিক্ষার অভাব

ঘ. আত্মসম্মানবোধের জাগরণ

৩২. সুভার পরিবার অর্থনৈতিক দিক দিয়ে কেমন ছিল?

খ. ধনী খ. ঐশ্বর্যমণ্ডিত

গ. বিত্তহীন ঘ. সচ্ছল

৩৩. সুদীর্ঘ পল্লববিশিষ্ট বলতে ‘সুভা’ গল্পে কী নির্দেশিত হয়েছে?

ক. অনেক পাতাবিশিষ্ট বই

খ. অনেক পাতাবিশিষ্ট খাতা

গ. লম্বা পাতাবিশিষ্ট গাছ

ঘ. বড় পাতাবিশিষ্ট চোখ

৩৪. ‘সুভা’ গল্পের অন্তর্নিহিত তাৎপর্য কোনটি?

ক. প্রতিবন্ধী সন্তানের প্রতি সহানুভূতি

খ. দরিদ্র সন্তানের প্রতি সহানুভূতি

গ. দুরন্ত সন্তানের প্রতি সহানুভূতি

ঘ. অবাধ্য সন্তানের প্রতি সহানুভূতি

৩৫. ‘সুভা’ গল্পের সুভা কোন ধরনের প্রতিবন্ধী?

ক. শ্রবণপ্রতিবন্ধী খ. দৃষ্টিপ্রতিবন্ধী

গ. বাক্প্রতিবন্ধী ঘ. বুদ্ধিপ্রতিবন্ধী

৩৬. সুভা কোথায় মুক্তির আনন্দ খুঁজে পায়?

ক. প্রতাপের কাছে খ. প্রকৃতির কাছে

গ. বাবার কাছে ঘ. মায়ের কাছে

৩৭. ‘শেষের কবিতা’ কোন প্রকৃতির রচনা?

ক. কাব্যগ্রন্থ খ. উপন্যাস

গ. প্রবন্ধ ঘ. ছোটগল্প

৩৮. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ কোনটি?

ক. বিচিত্র প্রবন্ধ খ. আরণ্যক

গ. পদ্মরাগ ঘ. যুগবাণী

৩৯. সুভা কোথায় তার আশ্রয় খুঁজে নিয়েছে?

ক. প্রতাপের মাঝে

খ. প্রকৃতির মাঝে

গ. বাবার মাঝে

ঘ. বন্ধুদের মাঝে

৪০. সুভার প্রতি লেখকের রয়েছে—

i. ভালোবাসা

ii. মমত্ববোধ

iii. সহানুভূতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

সুভা: ৩১ক ৩২.ঘ ৩৩.ঘ ৩৪.ক ৩৫.গ ৩৬.খ ৩৭.খ ৩৮.ক ৩৯.খ ৪০.ঘ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন