এইচএসসি ২০২২ - ভূগোল ২য় পত্র | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

১. BRRI–এর পূর্ণ রূপ কী?

ক. Bangladesh Rice Research Institute

খ. Bangladesh Rural Research Institute

গ. Bangladesh Rice Resource Institute

ঘ. Bangladesh Research Institute

২. পৃথিবীর অধিকাংশ চা উৎপন্ন হয় কোন মহাদেশে?

ক. এশিয়া খ. আফ্রিকা

গ. ইউরোপ ঘ. ওশেনিয়া

৩. কোনটি আখ উৎপাদনের আদর্শ তাপমাত্রা?

ক. ১৬০-১৭০ সে. খ. ১৯০-৩০০ সে.

গ. ১৮০-২৫০ সে. ঘ. ২০০-৩৫০ সে.

৪. কোনটি বাগিচা কৃষির মাধ্যমে উৎপাদিত ফসল?

ক. চা খ. ধান

গ. গম ঘ. পাট

৫. কোনটি পৃথিবীর প্রধান গম উৎপাদনকারী দেশ?

ক. রাশিয়া খ. যুক্তরাষ্ট্র

গ. ভারত ঘ. গণচীন

৬. নিরক্ষীয় অঞ্চলে সাধারণত গম চাষ করা হয় না কেন?

i. তাপমাত্রার আধিক্যের কারণে

ii. বৃষ্টিপাতের আধিক্যের কারণে

iii. মৃত্তিকার জৈব পদার্থের ঘাটতির কারণে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭. আখের আদি ভূমি কোথায় অবস্থিত?

ক. ব্রাজিল খ. মেক্সিকো

গ. থাইল্যান্ড ঘ. ভারত

৮. কোনটি বিশ্বের সর্বাধিক আখ উৎপাদনকারী দেশ?

ক. থাইল্যান্ড খ. ব্রাজিল

গ. ইন্দোনেশিয়া ঘ. মেক্সিকো

উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

কাঁচামাল হিসেবে একটি ফসলকে কেন্দ্র করে বাংলাদেশের উত্তরবঙ্গে কিছু শিল্প গড়ে উঠেছে, যা চট্টগ্রাম অঞ্চলে দেখা যায় না।

৯. ফসলটি সবচেয়ে বেশি কোন দেশে উৎপন্ন হয়?

ক. চীন খ. ব্রাজিল

গ. ভারত ঘ. মালদ্বীপ

১০. উদ্দীপকের ফসলটি—

i. ক্রান্তীয় ও উপক্রান্তীয় এলাকায় জন্মে

ii. চাষের জন্য বৃষ্টিপাতের দরকার হয়

iii. বেলে মাটিতে উৎপাদন ভালো হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১.ক ২.ক ৩.খ ৪.ক ৫.ঘ ৬.ক ৭.ঘ ৮.খ ৯.খ ১০.ক

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন