
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, কম্পিউটার শিক্ষা বিষয়ের মোট নম্বর ১০০ (সৃজনশীল ৪০, বহুনির্বাচনি ৩০ এবং ব্যবহারিক ৩০)। প্রতিটি অংশে আলাদা আলাদা পাস করতে হবে। আজ অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো।
অধ্যায়-৪
৩৪. হেক্সাডেসিমেল সংখ্যা 3D এর সমতুল্য বাইনারি মান কত?
ক. ১১১০১১ খ. ১১১১০১
গ. ০০১১১১০১ ঘ. ০১১১০১।
৩৫. হেক্সাডেসিমেল পদ্ধতির F এর মান অকটাল পদ্ধতিতে হবে—
ক. ১৫৮ খ. ১৭৮ গ. ১৬৮ ঘ. ১৪৮
৩৬. ১৬১০ কে হেক্সাডেসিমেলে প্রকাশ করলে কোনটি হবে?
ক. D খ. F গ. ১০ ঘ. ১১
৩৭. হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে B ও E এর যোগফল হবে—
ক. (25)16 খ. (F)16 গ. (19)16 ঘ. (BE)16
৩৮. ১৬ ভিত্তিক সংখ্যায় ইংরেজি বর্ণমালার কতটি বর্ণ রয়েছে?
ক. চারটি খ. ছয়টি গ. আটটি ঘ. ষোলোটি
৩৯. বাইনারি গুণের ক্ষেত্রে গুণক সংখ্যাদ্বয় ১ হলে গুণফল হবে-
ক. ০ খ. ১ গ. ২ ঘ. ১১
৪০. বিয়োগের ক্ষেত্রে ঋণাত্মক সংখ্যাকে কম্পিউটার কী করে?
ক. যোগ-বিয়োগ খ. যোগ
গ. বিয়োগ ঘ. গুণ
৪১. দশমিক পদ্ধতিতে ২ লেখার জন্য বাইনারিতে লিখতে হবে—
ক. যোগ খ. বিয়োগ গ. গুণ ঘ. ভাগ
৪২. ৯১ এর বিসিডি কোড হলো—
ক. ১০০১০০০১ খ. ১১১১১১১১
গ. ১০০১১ ঘ. ১০০০০০০১
৪৩. বাইনারি ১০০০০০১ এর মান দশমিকে—
ক. ১১ খ. ২০ গ. ৬৫ ঘ. ৯৫
৪৪. ২ এর ঘাত ৮ (২৮) এর দশমিক মান হচ্ছে—
ক. ১৬ খ. ৬৪ গ. ২৫৬ ঘ. ৫১২
৪৫. বাইনারি সংখ্যায় ০ এর পরিপূরক গঠন করা হয়—
i. বাইনারি সংখ্যার ১ এর পরিপূরকের সঙ্গে ১ যোগ করে
ii. বাইনারি সংখ্যার ০ এর স্থলে ১ বসিয়ে
iii. বাইনারি সংখ্যার ১ এর সঙ্গে ১ যোগ করে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. ii গ. iii ঘ. i, ii ও iii
৪৬. বিসিডি কোড গঠিত হয়—
ক. ৮টি কোড নিয়ে খ. ১৬টি কোড নিয়ে
গ. ৪টি কোড নিয়ে ঘ. ২টি কোড নিয়ে
৪৭. অ্যাসকি কোডে মূল ইংরেজি ভাষার কোডের সংখ্যা হচ্ছে—
ক. ২৫৬টি খ. ২১৮টি
গ. ৫১০টি ঘ. ১২৮টি
৪৮. অ্যাসকি সংকেতমালায় মোট সংকেত সংখ্যা—
ক. ১২৮টি খ. ২৫৬টি
গ. ৬৪টি ঘ. ৫১২টি
৪৯. আলফানিউমেরিক কোড হলো—
i. অ্যাসকি কোড ii. ইউনি কোড
iii. হেক্সাডেসিমেল কোড
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫০. কম্পিউটারে বাংলা ভাষার জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক. অ্যাসকি কোড খ. বাংলা কোড
গ. ইউনিকোড ঘ. ইবিসিডিআইসি কোড
৫১. ইউনিকোড কনসোর্টিয়াম সম্প্রতি পৃথিবীর সব ভাষার জন্য কয়টি কোডের ব্যবস্থা করেছেন?
ক. ৬৫৫৩০টি খ. ৬৫৫৪৫টি
গ. ৬৫৫৪০টি ঘ. ৬৫৫৩৬টি
৫২. চীনা ভাষায় কয়টি বর্ণ—হাজার রয়েছে?
ক. ৭৫ খ. ৮৫ গ. ৯৫ ঘ. ৯০
৫৩. ইউনিকোডের সর্বশেষ সংস্করণ—
ক. ৩০১ খ. ৪০১ গ. ৫০১ ঘ. ৬০১
৫৪. কত সালে জর্জ বুল গণিত ও যুক্তির মধ্যে সুস্পষ্ট সম্পর্ক বের করেন?
ক. ১৯৪৫ খ. ১৮৩৩
গ. ১৯৪৪ ঘ. ১৮৫৪
৫৫. বুলিয়ান অ্যালজেবরায় সব ধরনের গাণিতিক কাজ সম্পন্ন হয়—
ক. যোগের সাহায্যে খ. গুণের সাহায্যে
গ. বুলিয়ান যোগ ও গুণের সাহায্যে
ঘ. বুলিয়ান বিয়োগের সাহায্যে
৫৬. বুলিয়ান অ্যালজেবরায় প্রত্যেক চলকের কয়টি মান থাকে?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
৫৭. মৌলিক গেট কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৬টি
৫৮. নট গেটের ইনপুট থাকে—
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
৫৯. এক্সঅর গেটের সঙ্গে কোন গেটের সমন্বয়ে এক্সনর গেট গঠিত?
ক. নর খ. অর গ. নট ঘ. এন্ড
৬০. সাধারণত দুটি বিট একই কি না তা তুলনা করার কাজে ব্যবহূত হয়
ক. NAND Gate খ. XOR Gate
গ. XNOR Gate
ঘ. বুলিয়ান অ্যালজেবরা
৬১. কোন ধরনের গেটে দুটি ইনপুটের একই মানের জন্য আউটপুট ১ এবং ইনপুট দুটো ভিন্ন মানের জন্য আউটপুট ০
ক. ন্যান্ড গেট খ. নর গেট
গ. এক্সঅর গেট ঘ. এক্সনর গেট।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৪
৩৪. গ ৩৫. খ ৩৬. গ ৩৭. গ ৩৮. খ ৩৯. খ ৪০. খ ৪১. ক ৪২. ক ৪৩. গ ৪৪. গ ৪৫. খ ৪৬. গ ৪৭. ঘ ৪৮. খ ৪৯. ঘ ৫০. গ ৫১. ঘ ৫২. খ ৫৩. গ ৫৪. ঘ ৫৫. গ ৫৬. খ ৫৭. খ ৫৮. ক। ৫৯. গ ৬০. গ ৬১. ঘ।
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরী গার্লস কলেজ, ঢাকা