কম্পিউটার শিক্ষা

বর্তমান যুগকে বলা হয় তথ্যপ্রযুক্তির যুগ ষ ছবি: কবির হোসেন
বর্তমান যুগকে বলা হয় তথ্যপ্রযুক্তির যুগ ষ ছবি: কবির হোসেন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ কম্পিউটার শিক্ষা বিষয়ের অধ্যায়-১০ এর কম্পিউটার নেটওয়ার্ক ও ইন্টারনেট থেকে গতকালের পর ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১০
১০. মাল্টিমিডিয়ার একটি বৃহত্ প্রয়োগ ক্ষেত্রের নাম—
ক. শিক্ষা খ. নিরাপত্তা গ. ব্যবস্থা ঘ. বিজ্ঞান
১১. গ্রাফিকস হতে পারে—
ক. স্থির খ. চলমান গ. স্থির ও চলমান ঘ. গতিশীল
১২. মাল্টিমিডিয়ার বর্ণ ও চিত্র হতে পারে—
i. দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক ii. স্থির ও চলমান
iii. প্রাকৃতিক ও যান্ত্রিক
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৩. চলমান গ্রাফিকসকে বলা হয়—
ক. ছবি খ. অ্যানিমেশন গ. অডিও ঘ. সব কটি
১৪. — হচ্ছে একুশ শতকের ব্যবসা—বাণিজ্যের স্বরূপ।
ক. ই-কমার্স খ. ই-মেইল গ. রোবট ঘ. ক্রেডিট কার্ড
১৫. মাল্টিমিডিয়া ডেভেলপমেন্ট টুলস কোনটি?
ক. ভিডিও কার্ড খ. পাওয়ার বোর্ড
গ. হার্ডডিস্ক ঘ. ডিরেক্টর
১৬. লিনিয়ার মাল্টিমিডিয়া—
ক. সিনেমা, টিভি, ভিডিও খ. টিভি, কম্পিউটার
গ. সিনেমা, কম্পিউটার ঘ. কম্পিউটার
১৭. নন লিনিয়ার মাল্টিমিডিয়া—
ক. কম্পিউটারভিত্তিক খ. ভিডিও-ভিত্তিক
গ. টেলিভিশনভিত্তিক ঘ. সিনেমাভিত্তিক
# নিচের অংশটুকু পড়ে ১৮-২০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বর্ণ, চিত্র ও শব্দ হলো মাল্টিমিডিয়ার তিনটি মিডিয়া। সময়ভিত্তিক, হাইপার ও ইন্টার-অ্যাক্টিভ হলো কম্পিউটার মাল্টিমিডিয়ার তিনটি ধরন। বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়াতে উপরিউক্ত মিডিয়াগুলো পরিবর্তিত হয় কখনো পর্যায়ক্রমিকভাবে, কখনো তাত্ক্ষণিকভাবে আবার কখনো ব্যবহারকারীর ইনপুটের ভিত্তিতে।
১৮. বিপুল পরিমাণ তথ্যের সমাবেশ ঘটানো যায় কোন মাল্টিমিডিয়া ব্যবহার করে?
ক. ইন্টার-অ্যাক্টিভ খ. সময়ভিত্তিক
গ. হাইপার ঘ. লিনিয়ার
১৯. কোন মাল্টিমিডিয়ার ক্ষেত্রে ব্যবহারকারীর সর্বোচ্চ নিয়ন্ত্রণ থাকে?
ক. লিনিয়ার খ. সময়ভিত্তিক
গ. হাইপার ঘ. ইন্টার-অ্যাক্টিভ
২০. হাইপার মাল্টিমিডিয়ার উদাহরণ কোনটি?
ক. কম্পিউটার গেমস খ. কার্টুন
গ. অ্যানিমেশন ঘ. ওয়েব পেজ
২১. কম্পিউটার প্রযুক্তির যে অংশটি এখন সর্বাধিক আলোচনায় ঝড় তুলেছে সেটি হচ্ছে—
ক. ২ডি খ. মাল্টিমিডিয়া গ. ৩ডি ঘ. ডিজিটাল প্রকাশনা
২২. অ্যানিমেশন তৈরির জন্য সর্বোচ্চ গতির — প্রয়োজন
ক. হার্ডডিস্ক খ. র্যাম গ. রম ঘ. মাইক্রোপ্রসেসর
২৩. ভিডিও সম্পাদনের জন্য প্রয়োজন—
i. ইউএসবি কার্ড ii. থ্রিডি এসকেলেটর কার্ড
iii. অধিকতর র্যাম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪. ইন্টার-অ্যাক্টিভিটির প্রয়োগ থাকে যে মাল্টিমিডিয়াতে—
i. সময়ভিত্তিক মাল্টিমিডিয়া ii. হাইপার মাল্টিমিডিয়া
iii. ইন্টার-অ্যাক্টিভিটি মাল্টিমিডিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫. বর্তমান যুগকে বলা হয়?
ক. শিল্প যুগ খ. তথ্যপ্রযুক্তির যুগ
গ. বাণিজ্য যুগ ঘ. কূটনৈতিক যুগ
২৬. গ্রাফিকস হচ্ছে—
i. আঁঁকা ছবি ii. ভাস্কর্য iii. ফটোগ্রাফ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১০
১০. ক ১১. গ ১২. ঘ ১৩. খ ১৪. ক ১৫. ঘ ১৬. ক ১৭. ক ১৮. ক ১৯. ঘ ২০. ঘ ২১. খ ২২. ঘ ২৩. ঘ ২৪. ঘ ২৫. খ ২৬. ঘ।
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস কলেজ, ঢাকা