কম্পিউটার শিক্ষা

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ কম্পিউটার  শিক্ষা বিষয়ের অধ্যায়-৩ থেকে নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৩

১। কম্পিউটারের সফটওয়্যার কোন ধরনের শক্তি?

ক. দৃশ্যমান শক্তি খ. অদৃশ্য শক্তি

গ. স্থির শক্তি ঘ. ইনপুট শক্তি

২। সফটওয়্যার হলো—

ক. মস্তিষ্ক খ. প্রাণ গ. হাত ঘ. পা

৩। হার্ডওয়্যার ও অ্যাপ্লিকেশনের সঙ্গে যোগসূত্র রক্ষা করে—

ক. কন্ট্রোল ইউনিট খ. সিপিইউ

গ. ইনপুট ডিভাইস ঘ. অপারেটিং সিস্টেম

৪। হার্ডওয়্যারের অংশ কয়টি?

ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি

৫। সফটওয়্যার প্রধানত—প্রকার।

ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫

৬। অর্ধপরিবাহী স্মৃতি—

i. র্যাম ii. রম iii. হার্ডডিস্ক

কোনটি সঠিক?

ক. i খ. ii গ. iii ঘ. i ও ii

৭। কম্পিউটারের কোন ডিস্কে সিস্টেম সফটওয়্যার থাকে—

ক. হার্ড ডিস্ক খ. কমপ্যাক্ট ডিস্ক

গ. ফ্লপি ডিস্ক ঘ. স্টার্টআপ ডিস্ক

৮। হার্ড ডিস্ক কোন ডিস্ক হিসেবে কাজ করে?

ক. স্টার্টআপ ডিস্ক খ. কমপ্যাক্ট ডিস্ক

গ. ফ্লপি ডিস্ক ঘ. হার্ড ডিস্ক

৯। কোন ডিস্ক সরাসরি ফরম্যাট করা যায় না?

ক. হার্ড ডিস্ক খ. রিমোভেল ডিস্ক

গ. কম্প্যাক্ট ডিস্ক ঘ. ফ্লপি ডিস্ক

১০। সুইচ অন করার সঙ্গে সঙ্গে কম্পিউটার কী দেখে?

ক. র্যাম স্পেস খ. হার্ড ডিস্ক স্পেস

গ. স্টার্টআপ ডিস্ক ঘ. টাইম

১১। কর্মবিভাগের ভিত্তিতে অপারেটিং সিস্টেম প্রধানত—প্রকার।

ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫

১২। অপারেটিং সিস্টেমের কেন্দ্রীয় অংশকে বলে—

ক. শেল খ. কোর

গ. কারনেল ঘ. সেন্টার পয়েন্ট

১৩। কোন প্রোগ্রামকে কারনেল নামে অভিহিত করা হয়?

ক. সুপারভাইজার খ. প্রক্রিয়াকরণ

গ. জব কন্ট্রোল ঘ. ইউটিলিটি

১৪। নিচের কোনটিকে অপারেটিং সিস্টেম বলা হয়?

ক. অ্যাপ্লিকেশন প্রোগ্রাম

খ. প্যাকেজ অ্যাপ্লিকেশন

গ. সিস্টেম সফটওয়্যার

ঘ. কাস্টমাইজড সফটওয়্যার

১৫। কম্পিউটারের অভ্যন্তরীণ কাজগুলো পরিচালনা করে—

ক. এমএস ওয়ার্ড খ. এমএস এক্সেল

গ. হার্ড ডিস্ক ঘ. অপারেটিং সিস্টেম

১৬। সেবামূলক প্রোগ্রামের অংশ—টি?

ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫

১৭। উইন্ডোজ কত সালে প্রথম প্রকাশিত হয়?

ক. ১৯৭৫ খ. ১৯৮০

গ. ১৯৮৫ ঘ. ১৯৯০

১৮। ডসভিত্তিক অপারেটিং সিস্টেম হলো—

i. Unix ii. MS-DOS iii. Windows

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৯। উইন্ডোজ ৯৮ কোন ধরনের সফটওয়্যার?

ক. অপারেটিং সিস্টেম

খ. প্যাকেজ প্রোগ্রাম

গ. ডেটাবেইস প্রোগ্রাম

ঘ. অনুবাদক প্রোগ্রাম

২০। Mac Os কোন কম্পিউটারে চলে—

ক. IBM PC কম্পাটিবল খ. অ্যাপল-২

গ. মিনিফ্রেম ঘ. ম্যাকিনটোশ

২১। অপারেটিং সিস্টেম হলো—

i. Windows

ii. MS-DOS

iii. Power Open

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. iii ঘ. i, ii ও iii

২২। প্রক্রিয়াকরণের কাজ করার সময় তথ্যকে কোথায় ধারণ করা হয়—

ক. র্যামে ও হার্ড ডিস্কে

খ. র্যামে ও রমে

গ. রেজিস্টারে ও রমে

ঘ. রেজিস্টারে ও র্যামে

২৩। র্যামের নির্দেশমালাকে অনেক সময় বলা হয়—

ক. প্রোগ্রাম খ. সফটওয়্যার

গ. ফার্মওয়্যার ঘ. অপারেটিং সিস্টেম

২৪। অপারেটিং সিস্টেম যখন একই সঙ্গে একাধিক প্রোগ্রাম নিয়ে কাজ করে তখন তাকে কোন অপারেটিং সিস্টেম বলা হয়?

ক. মাল্টি প্রোগ্রামিং খ. ইউনিক

গ. কনকারেন্ট ঘ. ডিস্ট্রিবিউটেড

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও

কম্পিউটার শিক্ষা: সঠিক উত্তর

অধ্যায়-৩

১. খ ২. খ ৩. ঘ ৪. খ ৫. ক ৬. ঘ    ৭. ঘ ৮. ক ৯. গ ১০. ক ১১. ক      ১২. গ ১৩. ক ১৪. গ ১৫. ঘ ১৬. ক ১৭. গ ১৮. ক ১৯. ক ২০. ঘ ২১. ঘ ২২. ঘ ২৩. ঘ ২৪.

মাস্টার ট্রেইনার

প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা