কৃষিশিক্ষা | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

১০. উফশী জাতের ধানের হেক্টরপ্রতি ফলন কত টন?

ক. ২-৩ টন খ. ৩-৪ টন

গ. ৫-৬ টন ঘ. ৬-৭ টন

১১. BJRI কয়টি দেশি জাতের পাট উদ্ভাবন করেছে?

ক. ১ খ. ২

গ. ১৬ ঘ. ১৭

১২. দেশি পাটের জাত কোনটি?

ক. জলি কেনাফ খ. সিসি-৪৫

গ. ও-৯৮৯৭ ঘ. ও-৪

১৩. কেনাফ কী?

ক. আখের জাত খ. ধানের জাত

গ. পাটের জাত ঘ. আলুর জাত

১৪. আবহাওয়ার কোন পরিবেশে পাট দ্রুত পচে?

ক. গরম পরিবেশে

খ. মেঘাচ্ছন্ন পরিবেশে

গ. বৃষ্টিময় পরিবেশে ঘ. শীতল পরিবেশে

১৫. টরি-৭ কোন ফসলের জাত?

ক. ধান খ. গম

গ. ভুট্টা ঘ. সরিষা

১৬. শাকসবজিতে প্রচুর কোন ভিটামিন থাকে?

ক. ভিটামিন সি খ. ভিটামিন ডি

গ. ভিটামিন কে ঘ. ভিটামিন বি

১৭. ‘সবুজ বাংলা’ কোন ফসলের জাত?

ক. বেগুন খ. পালংশাক

গ. ধান ঘ. পাট

১৮. মুক্তকেশী কিসের জাত?

ক. বেগুন খ. টমেটো

গ. পুঁইশাক ঘ. পালংশাক

১৯. কোন সবজি চাষে কম নাইট্রোজেন সারের প্রয়োজন হয়?

ক. লাউ খ. বেগুন

গ. মিষ্টি কুমড়া ঘ. ঢ্যাঁড়স

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১০. গ ১১. ঘ ১২.খ ১৩. গ ১৪. ক
১৫. ঘ ১৬. ক ১৭. খ ১৮. ক ১৯. ঘ


এস এম হাবিবউল্লাহ, প্রভাষক
সিটি কলেজ, চট্টগ্রাম