ক্যারিয়ার শিক্ষা

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ ক্যারিয়ার শিক্ষা বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।

১২২। আবেগ সাধারণত কেমন হয়ে থাকে?

ক. ক্ষণস্থায়ী খ. দীর্ঘস্থায়ী গ. অস্থায়ী ঘ. স্থায়ী

১২৩। আবেগের চেয়ে অনুভূতি তুলনামূলকভাবে কেমন?

ক. দীর্ঘস্থায়ী খ. ক্ষণস্থায়ী গ. স্থায়ী ঘ. স্বল্পস্থায়ী

১২৪। আবেগ আমাদের মনে কিসের জন্ম দেয়?

ক. সততার খ. মনোভাবের গ. অনুভূতির ঘ. দৃষ্টিভঙ্গির

১২৫। কর্মক্ষেত্রে সফলতা অর্জনের জন্য খুবই দরকার—

i. ইতিবাচক মনোভাব

ii. উপার্জনের মনোভাব

iii. লক্ষ্যে অটল থাকা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২৬। বাইরের দেশে যাওয়ার ক্ষেত্রে কোথায় যোগাযোগ করলে উপকৃত হওয়া যাবে?

ক. জনশক্তি রপ্তানি ব্যুরোর সঙ্গে খ. বিভিন্ন বেসরকারি এনজিওর সঙ্গে

গ. বিশ্বব্যাংকের সঙ্গে ঘ. জাইকার সঙ্গে

১২৭। আত্মকর্মসংস্থান বলতে আমরা কী বুঝি?

ক. নিজের কাজ অন্য কারও দ্বারা সৃষ্টি হওয়া

খ. পরিচিতজনের কাজ করা

গ. নিজের কাজের সুযোগ নিজেই সৃষ্টি করা

ঘ. অন্যের কাজের সুযোগ সৃষ্টি করা

১২৮। নিজের কাজের সুযোগ সৃষ্টি করলে কী লাভ হয়?

ক. আত্মশুদ্ধি খ. আত্মত্যাগ গ. আত্মজ্ঞান ঘ.আত্মতৃপ্তি

১২৯। কিসের মাধ্যমে বেকার সমস্যা সমাধান করা সম্ভব?

ক. বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে খ. আত্মকর্মসংস্থানের মাধ্যমে

গ. বিশাল অর্থ বিনিয়োগ করে ঘ. বেকার ভাতা চালুর মাধ্যমে

১৩০। দক্ষতা অর্জনের জন্য শিক্ষাজীবনের শুরুতেই কী করতে হবে?

ক. ভালোভাবে লেখাপড়া করতে হবে

খ. নিয়মিত খেলাধুলা করতে হবে

গ. নিয়মিত ব্যায়াম করতে হবে

ঘ. লক্ষ্য স্থির করে নিতে হবে

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক, বিএসএনএম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

উত্তর

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অধ্যায়-২

৭. ক ৮. গ ৯. ঘ ১০. ক ১১. ক ১২. খ ১৩. ঘ ১৪. খ ১৫. গ ১৬. গ ১৭. খ ১৮. গ ১৯. খ ২০. খ ২১. গ ২২. ক ২৩. খ ২৪. ঘ

ক্যারিয়ার শিক্ষা

১২২. ক ১২৩. ক ১২৪. গ ১২৫. খ ১২৬. ক ১২৭. গ ১২৮. ঘ ১২৯. খ ১৩০. ঘ