স্কুল-কলেজে পাঠদান কীভাবে, প্রামাণ্যচিত্রে জানাল মাউশি
করোনা সংক্রমণের কারণে দেড় বছর ধরে বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে নানা আলোচনার মধ্যে সরকার আনুষ্ঠানিকভাবে জানাল, ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীর ক্লাস শুরু হবে। প্রথম দিকে শুধু চলতি ও আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী এবং প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হবে। বাকি শ্রেণিগুলোর ক্লাস সপ্তাহে এক দিন করে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে গতকাল রোববার আন্তমন্ত্রণালয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। অন্যদিকে প্রাক্-প্রাথমিক স্তরের (শিশুশ্রেণি, নার্সারি, কেজি ইত্যাদি) শিক্ষার্থীদের সশরীর ক্লাস আপাতত বন্ধই থাকছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সরকারের সবশেষ ঘোষণা অনুযায়ী, ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি আছে। নতুন সিদ্ধান্তের ফলে এই ছুটি আর বাড়ছে না।
এমন পরিস্থিতিতে দেড় বছর ধরে শিক্ষাকার্যক্রম চালুর প্রস্তুতি নিতে স্কুল-কলেজগুলোকে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করা, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন করাসহ মোট ১৯ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। একই দিনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে সব স্কুল-কলেজ খোলার প্রস্তুতি নিতে ১৯ দফা নির্দেশনা জারি করা হয়েছে।
এদিকে, করোনা পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে চারটি প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে মাউশি। মাউশির মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়াসহ মনিটরিংয়ের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম চালু করার বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী-কর্মচারী, পরিচালনা পর্ষদ-অভিভাবকদের জন্য নির্দেশনামূলক চারটি প্রামাণ্যচিত্র মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটের পাশাপাশি ফেসবুক পেজ এবং ‘আমার ঘরে আমার স্কুল’–এর ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। প্রকাশিত চারটি প্রামাণ্যচিত্র প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জন্য অনুরোধ করা হলো।
*প্রথম প্রামাণ্যচিত্রটিতে প্রতিষ্ঠানপ্রধান, শিক্ষকমণ্ডলী ও কর্মচারীদের জন্য নির্দেশনা রয়েছে।
*দ্বিতীয় প্রামাণ্যচিত্রটি রয়েছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য নির্দেশনা, যা শিক্ষাপ্রতিষ্ঠান খুললে মাল্টিমিডিয়ার মাধ্যমে দেখানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
*তৃতীয় প্রামাণ্যচিত্রে অভিভাবকদের জন্য নির্দেশনা রয়েছে।
*চতুর্থ প্রামাণ্যচিত্রে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের জন্য নির্দেশনা রয়েছে।