গণিত | প্রশ্নোত্তর

অনুশীলনী ১

ধরন-২

প্রশ্ন: ৮০০×৯০০ = কত?

সমাধান

৮০০×৯০০

৭২০০০০

∴ ৮০০×৯০০ = ৭২০০০০

প্রশ্ন: ৬০০০×৯০০ = কত?

সমাধান

৬০০০

×৯০০

৫৪০০০০০

∴ ৬০০০×৯০০ = ৫৪০০০০০

লক্ষ করো: গুণ্য ও গুণক উভয় ক্ষেত্রে একক ও দশকের ঘরে শূন্য (০) রয়েছে। গুণকের একক ও দশকের ঘরে শূন্য (০) থাকায় একক ও দশকের গুণ দেখানো হয়নি। তবে গুণফলে গুণ্য ও গুণকের শূন্যগুলো (০০) বসিয়ে গুণফল পাওয়া গেছে।

সহজ পদ্ধতিতে গুণ করার নিয়ম:

প্রশ্ন: ৯৯৯×৪৫ = কত?

সমাধান

৯৯৯×৪৫

= (১০০০-১) × ৪৫

= (১০০০×৪৫)-(১ × ৪৫)

= ৪৫০০০-৪৫

= ৪৪৯৫৫

∴ ৯৯৯×৪৫ = ৪৪৯৫৫

প্রশ্ন: ৯৯০×৩৬০ = কত?

সমাধান

(১০০০-১০) ×৩৬০

= (১০০০×৩৬০)-(১০×৩৬০)

= ৩৬০০০০-৩৬০০

= ৩৫৬৪০০

∴ ৯৯০×৩৬০ = ৩৫৬৪০০

প্রশ্ন: ৯৯০০×৪০০ = কত?

সমাধান

(১০০০০-১০০) ×৪০০

= (১০০০০×৪০০)-(১০০×৪০০)

= ৪০০০০০০-৪০০০০

= ৩৯৬০০০০

∴ ৯৯০০×৪০০ = ৩৯৬০০০০

প্রশ্ন: ১১০×২৯০ = কত?

সমাধান

(১০০+১০) ×২৯০

= (১০০×২৯০) + (১০×২৯০)

= ২৯০০০+২৯০০

= ৩১৯০০

∴ ১১০×২৯০ = ৩১৯০০

প্রশ্ন: ১০০১×৭৮ = কত?

সমাধান

(১০০০+১) ×৭৮

= (১০০০×৭৮) + (১×৭৮)

= ৭৮০০০+৭৮

= ৭৮০৭৮

∴ ১০০১×৭৮ = ৭৮০৭৮

বাকি অংশ ছাপা হবে আগামীকাল