অধ্যায়-৯
প্রশ্ন: শতকরা লাভ (লাভ %) বা শতকরা ক্ষতি (ক্ষতি %) সব সময় কিসের ওপর হিসাব করা হয়।
উত্তর: ক্রয়মূল্যের ওপর।
প্রশ্ন: ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য বেশি হলে কী হয়?
উত্তর: লাভ হয়।
প্রশ্ন: বিক্রয়মূল্য থেকে ক্রয়মূল্য বেশি হলে কী হয়?
উত্তর: ক্ষতি হয়।
প্রশ্ন: একটি কলম ৫০ টাকায় ক্রয় করে ৫৬ টাকায় বিক্রয় করা হলে শতকরা কত লাভ হবে?
উত্তর: ১২%
প্রশ্ন: একটি খাতা ১৫ টাকায় ক্রয় করে ১২ টাকায় বিক্রয় করা হলে শতকরা কত ক্ষতি হবে?
উত্তর: ২০%
প্রশ্ন: ১২ জন লোক ২০ জন লোকের %। শূন্যস্থানে কী বসবে?
উত্তর: ৬০
প্রশ্ন: ৩০০ টাকার ১৫০% হলো টাকা। শূন্যস্থানে কী বসবে?
উত্তর: ৪৫০
প্রশ্ন: টাকার ৫৬% হলো ৪২ টাকা। খালি জায়গায় কী বসবে?
উত্তর: ৭৫
প্রশ্ন: ৮০ জন শিক্ষার্থীর ৩০% অনুপস্থিত হলে, মোট কতজন অনুপস্থিত?
উত্তর: ২৪ জন।
প্রশ্ন: ১০০ টাকার পণ্য ২০% কমে বিক্রয় করা হলে, পণ্যটির বিক্রয়মূল্য কত?
উত্তর: ৮০ টাকা।