গণিত | সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

অধ্যায় ৫

প্রশ্ন: ৭-এর ৫টি গুণিতক লেখো।

উত্তর: ৭, ১৪, ২১, ২৮, ৩৫।

প্রশ্ন: ৩ ও ৪-এর দুটি সাধারণ গুণিতক লেখো।

উত্তর: ১২, ২৪

প্রশ্ন: ৪ এবং ৫-এর লসাগু লেখো।

উত্তর: ২০

প্রশ্ন: ২ এবং ৩-এর ৩টি সাধারণ গুণিতক লেখো।

উত্তর: ৬, ১২, ১৮

প্রশ্ন: ৩ এবং ৪-এর ৩টি সাধারণ গুণিতক লেখো।

উত্তর: ১২,২৪, ৩৬

প্রশ্ন: যেসব সংখ্যা দ্বারা ৮-কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেগুলো ৮-এর কী?

উত্তর: গুণনীয়ক

প্রশ্ন: কোনো সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে সব সময় কোন কোন সংখ্যা থাকে?

উত্তর: ১ এবং ওই সংখ্যা

প্রশ্ন: ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯—এদের ভেতরে ৯-এর গুণনীয়ক কোনগুলো?

উত্তর: ১, ৩, ৯

প্রশ্ন: ৬০টি পেনসিল এবং ৩৬টি খাতা সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া যাবে?

উত্তর: ১২ জন

প্রশ্ন: ১ কি মৌলিক সংখ্যা?

উত্তর: না, ১ মৌলিক সংখ্যা নয়।

প্রশ্ন: ১ কেন মৌলিক সংখ্যা নয়?

উত্তর: কারণ এর একটি মাত্র গুণনীয়ক আছে।

প্রশ্ন: যদি কোনো সংখ্যা মৌলিক সংখ্যা না হয়, তাহলে সংখ্যাটি কী হবে?

উত্তর: একাধিক মৌলিক সংখ্যার গুণফল।

প্রশ্ন: ৩০ কোন কোন মৌলিক সংখ্যার গুণফল?

উত্তর: ২, ৩ ও ৫

প্রশ্ন: প্রতিটি গুণনীয়ককে কী বলা হয়?

উত্তর: মৌলিক উৎপাদক।

প্রশ্ন: ১২ সংখ্যাটির মৌলিক উৎপাদক নির্ণয় করো।

উত্তর: ১২ = ২ × ২ × ৩

প্রশ্ন: ৩০ এবং ৪৫ এর লসাগু কত?

উত্তর: ৯০

প্রশ্ন: ৩০ এবং ৪৫ এর গসাগু কত?

উত্তর: ১৫

প্রশ্ন: দৈর্ঘ্য ৪২ মিটার, প্রস্থ ৩৬ মিটার হলে ক্ষেত্রফল কত?

উত্তর: ১৫১২

প্রশ্ন: ১৮ এর সব গুণনীয়ক লেখো।

উত্তর: ১৮ এর সব গুণনীয়ক: ১, ২, ৩, ৬, ৯, ১৮

প্রশ্ন: একাধিক সংখ্যার কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গসাগু কত হয়?

উত্তর: ১।

অধ্যায় ৬

প্রশ্ন: প্রকৃত ভগ্নাংশ কাকে বলে?

উত্তর: যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট, সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে।

প্রশ্ন: যে ভগ্নাংশের লব বড়, হর ছোট তাকে কী ভগ্নাংশ বলে?

উত্তর: অপ্রকৃত ভগ্নাংশ।

প্রশ্ন: পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ মিলে কী হয়?

উত্তর: মিশ্র ভগ্নাংশ

প্রশ্ন: লব একই হলে কোন ভগ্নাংশটি বড়?

উত্তর: যে ভগ্নাংশের হর ছোট, সেটি বড় ভগ্নাংশ।

প্রশ্ন: কোন ভগ্নাংশের লব বড়?

উত্তর: অপ্রকৃত ভগ্নাংশের।

প্রশ্ন: হর একই হলে কোন ভগ্নাংশটি বড়?

উত্তর: যে ভগ্নাংশের লব বড়, সেটি বড় ভগ্নাংশ।

প্রশ্ন: হর একই হলে কোন ভগ্নাংশটি ছোট?

উত্তর: যে ভগ্নাংশের লব ছোট সেটি ছোট ভগ্নাংশ।

প্রশ্ন: সমতুল ভগ্নাংশ কাকে বলে?

উত্তর: দুই বা ততোধিক ভগ্নাংশের মান সমান হলে তাকে সমতুল ভগ্নাংশ বলে।