জ্যামিতি
প্রিয় পরীক্ষার্থী, গণিত প্রশ্নপত্রে ১০ (ক ও খ) নম্বর প্রশ্নে থাকবে জ্যামিতির ‘অঙ্কন, বর্ণনা, চিত্রসহ সংজ্ঞা লিখন’। অনুশীলনের জন্য আজ কিছু নির্বাচিত ‘চিত্রসহ সংজ্ঞা লিখন’ দেওয়া হলো।
চতুর্ভুজ: চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে।
সামান্তরিক: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে সামান্তরিক বলে।
রম্বস: যে চতুর্ভুজের সব বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে রম্বস বলে।
আয়ত: যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং প্রতিটি কোণ সমকোণ, তাকে আয়ত বলে।
বর্গ: যে আয়তের সব বাহু সমান এবং প্রতিটি কোণ সমকোণ, তাকে বর্গ বলে।
বৃত্ত: বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা, যার প্রতিটি বিন্দু ভেতরের একটি বিন্দু থেকে সমান দূরে অবস্থান করে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষকম, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা