অধ্যায়-২
১৮. সরল মুনাফার ক্ষেত্রে —
i) I = prn ii) A = p(1 + r)n
iii) সবৃদ্ধি মূলধন = p(1 + nr)
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও iii
গ) ii ও iii ঘ) i ও ii
১৯. বার্ষিক মুনাফার হার ১০% হলে কত বছরে P টাকা মুনাফা — আসলে দ্বিগুণ হবে?
ক) ৫ খ) ১০ গ) ১৫ ঘ) ২০
২০. শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে?
ক) ৫% খ) ১০%
গ) ১৫% ঘ) ২০%
২১. বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো মূলধন ৮ বছরে মুনাফা — মূলধনে দ্বিগুণ হবে?
ক) ৫% খ) ১০%
গ) ১২% ঘ) ১৫%
# দিলীপ বাবু ৫০০০ টাকা ১২% মুনাফায় ব্যাংকে জমা রাখলেন।
ওপরের তথ্যের আলোকে নিচের (৬ ও ৭) নম্বর প্রশ্নের উত্তর দাও:
২২. এক বছরান্তে তিনি কত টাকা মুনাফা পাবেন?
ক) ২০০ টাকা খ) ৩০০ টাকা
গ) ৫০০ টাকা ঘ) ৬০০ টাকা
২৩. ২ বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে?
ক) ১২৭২ টাকা
খ) ১২০০ টাকা
গ) ৭২ টাকা ঘ) ১ টাকা
# সঠিক উত্তরসহ বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরে টিক দাও
১৮ ক খ গ ঘ
১৯ ক খ গ ঘ
২০ ক খ গ ঘ
২১ ক খ গ ঘ
২২ ক খ গ ঘ
২৩ ক খ গ ঘ
গতকালের সঠিক উত্তর:
১১. খ ১২. খ ১৩. খ ১৪. ঘ ১৫. ঘ ১৬. খ ১৭. গ। ১৮. খ ১৯. খ ২০. খ ২১. গ ২২. ঘ ২৩. গ
সহকারী শিক্ষক, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, গণিতের সৃজনশীল বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।