হিসাববিজ্ঞান একটি প্রায়োগিক বিষয়। সঠিক অনুশীলনের ফলে সহজেই এই বিষয়ে এ+ পাওয়া সম্ভব। নৈর্ব্যক্তিকের বিভিন্ন প্রশ্নের আলোকে গাণিতিক সমস্যার সমাধান করতে হবে।
‘ক বিভাগে’ দুটি প্রশ্ন থাকবে, দুটিরই উত্তর দিতে হবে। অর্থাত্ আর্থিক বিবরণীর রেওয়ামিল ও সমন্বয়ের অংশগুলো থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে রেওয়ামিলের অংশে ৬% ঋণ, ১০% বিনিয়োগ, বিমা প্রিমিয়াম, অগ্রিম বকেয়া, যেকোনো খরচ, সেবামূলক প্রতিষ্ঠানের হিসাবের রেওয়ামিল ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে (১৫%) ভ্যাট সংযুক্ত। অর্থাত্ রেওয়ামিলসংক্রান্ত আর্থিক বিবরণীর অংশগুলো ভালোভাবে শিখতে হবে। সমন্বয়সংক্রান্ত বিষয়গুলোর মধ্যে সমাপনী মজুত পণ্যের মধ্যে আগুনে বিনষ্ট পণ্য, দেনাদারের নিকট থেকে আদায়যোগ্য নয় অর্থাত্ অনাদায়ি দেনা বৃদ্ধি ও অনাদায়ি দেনা সঞ্চিতি আরও এবং দ্বারা বৃদ্ধি। বিজ্ঞাপনের বিলম্বিত ও অবলোপনসংক্রান্ত ঝামেলা, মূলধন উত্তোলনের সুদ ১০%। মালিক কর্তৃক পণ্য উত্তোলন হিসাবভুক্ত হয়নি, সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আর্থিক বিবরণীর সমন্বয়সংক্রান্ত ঝামেলা। খ বিভাগে ৯টি অঙ্ক থাকবে। ৫টি অঙ্কের উত্তর দিতে হবে। গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো হলো হিসাব সমীকরণের উপাদানের প্রভাব, লেনদেনের প্রভাব, বিভিন্ন প্রকার হিসাবের ডেবিট-ক্রেডিট নির্ণয়, হিসাবের শ্রেণি বিভাগ, জাবেদার শ্রেণি বিভাগ, খতিয়ান, নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদা তিনঘরা নগদান বই। এই নগদান বইয়ে মাসের শেষে হাতে নগদ টাকা বা হাতে ব্যাংক টাকা রেখে অবশিষ্ট টাকার লেনদেনসংক্রান্ত ঝামেলা ভালোভাবে করতে হবে। অনাদায়ি পাওনা ও অনাদায়ি পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয়, অনাদায়ি পাওনার প্রয়োজনীয় জাবেদা, সরলরৈখিক ও স্থির কিস্তি পদ্ধতিতে অপচয়সংক্রান্ত ঝামেলা অর্থাত্ অবচয় নির্ণয় ও প্রয়োজনীয় জাবেদা একতরফা দাখিলা পদ্ধতিতে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় লাভ-ক্ষতি ও আর্থিক অবস্থা নির্ণয় কার্যপত্র তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় সমন্বয় জাবেদা।
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা