এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস : জীববিজ্ঞানের বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

৫২. জাইলেম টিস্যুর উপাদান কোনটি?

ক. ট্রাকিড খ. সিভনল

গ. সঙ্গীকোষ ঘ. ফ্লোয়েম ফাইবার

৫৩. কোন টিস্যুতে সিভ প্লেট থাকে?

ক. জাইলেম খ. ফ্লোয়েম

গ. প্যারেনকাইমা ঘ. কোলেনকাইমা

৫৪. কোন টিস্যুর কোষপ্রাচীর অসমভাবে পুরু?

ক. ক্লোরেনকাইমা খ. প্যারেনকাইমা

গ. কোলেনকাইমা ঘ. স্ক্লেরেনকাইমা

৫৫. সরল টিস্যু কয় প্রকার?

ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ

৫৬. উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে কোন টিস্যু?

ক. প্যারেনকাইমা খ. ক্যারেনকাইমা

গ. ক্লোরেনকাইমা ঘ. স্ক্লেরেনকাইমা

৫৭. কোন টিস্যু সজীব, লম্বাকৃতির ও প্রোটোপ্লাজমযুক্ত?

ক. প্যারেনকাইমা খ. কোলেনকাইমা

গ. অ্যারেনকাইমা ঘ. স্ক্লেরেনকাইমা

৫৮. সিলিয়াযুক্ত এপিথেলয়াল টিস্যু কোথায় থাকে?

ক. মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালির প্রাচীরে

খ. মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে

গ. মেরুদণ্ডী প্রাণীদের অন্ত্রে

ঘ. হাইড্রার এন্ডোডার্কে

৫৯. কোনটিতে মাতৃকা অনুপস্থিত?

ক. গ্রন্থি টিস্যু খ. জনন টিস্যু

গ. যোজক টিসু ঘ. আবরণী টিস্যু

৬০. স্তম্ভাকৃতি আবরণী টিস্যুর উদাহরণ কোনটি?

ক. অস্ত্রের অন্তঃপ্রাচীর

খ. হাইড্রোর অন্তঃত্ব

গ. শ্বাসনালীর প্রাচীর

ঘ. বৃক্কের সংগ্রাহক নালিকা

সঠিক উত্তর

অধ্যায় ২: ৫২. ক ৫৩. খ ৫৪. গ ৫৫. খ ৫৬. ঘ ৫৭. খ ৫৮. ক ৫৯. ঘ ৬০. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল