default-image

অধ্যায় ৪

৫৫. বাতাসে কিসের ঘনত্ব বেড়ে গেলে শ্বসনের হার কমে যায়?

ক. অক্সিজেন

খ. কার্বন ডাই–অক্সাইড

গ. সালফার ঘ. মিথেন

৫৬. ভাজক কোষে নিচের কোনটি বেশি থাকে?

ক. নিউক্লিয়াস

খ. প্রোটোপ্লাজম

গ. গ্লাইকোলাইসিসে

ঘ. মাইটোকন্ড্রিয়ায়

৫৭. কোন অ্যাসিড ফার্মেন্টেশনের মাধ্যমে দই ও পনির উৎপাদিত হয়?

ক. ল্যাকটিক অ্যাসিড

খ. ইথানল

গ. অক্সালিক অ্যাসিড

ঘ. সারফিউরিক অ্যাসিড

বিজ্ঞাপন

৫৮. কিসের অবাত শ্বসনের ফলে অ্যালকোহল ও কার্বন ডাই–অক্সাইড গ্যাস তৈরি হয়?

ক. ইস্ট খ. ইথানল

গ. অক্সালিক ঘ. পাতার

৫৯. শ্বসনের গ্লাইক্লালোইসিস প্রক্রিয়ায় কত অণু ATP তৈরি হয়?

ক. ৪ খ. ৬

গ. ৮ ঘ. ১৮

৬০. সবাত ও অবাত উভয় প্রকার শ্বসনেরই প্রথম পর্যায় নিচের কোনটি?

ক. গ্লাইকোলাইসিস

খ. অক্সিজেন

গ. প্রোটোপ্লাজম

ঘ. মাইটোকন্ড্রিয়ায়

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৫৫. খ ৫৬. খ ৫৭. ক ৫৮. ক
৫৯. ক ৬০. ক

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন