জীববিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১১

২৬. গর্ভাবস্থার সময়কাল কত?

ক. ২০–৩০ সপ্তাহ

খ. ২৫–৩৫ সপ্তাহ

গ. ৩৮–৪০ সপ্তাহ

ঘ. ৪০–৪৫ সপ্তাহ

২৭. গর্ভযন্ত্রে কয়টি কোষ থাকে?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

২৮. অমরার কাজ কোন অঙ্গটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

ক. হৃদপিণ্ড খ. পাকস্থলি

গ. ফুসফুস ঘ. অগ্ন্যাশয়

২৯. এইডস রোগের লক্ষণ প্রকাশ পায় কত মাসে?

ক. চার খ. পাঁচ

গ. ছয় ঘ. সাত

৩০. সবুজ বৃত্তি—

i. খাদ্য প্রস্তুত করে

ii. প্রাণীকে আকর্ষণ করে

iii. ভেতরের অংশকে রক্ষা করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩১. কোন ফুলে বহুগুচ্ছে পরাগদণ্ড থাকে?

ক. জবা খ. মটর

গ. শিমুল ঘ. ধুতুরা

৩২. Epipetapous পুংস্তবক কোন ফুলে দেখা যায়?

ক. জবা খ. মটর

গ. ধুতুরা ঘ. শিমুল

সঠিক উত্তর

অধ্যায় ১১: ২৬. গ ২৭. খ ২৮. গ ২৯. গ ৩০. ঘ ৩১. গ ৩২. গ