অধ্যায় ১২
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সবাই নুজহাতকে বলে যে সে তার বাবার মতো বুদ্ধিমান। চোখের গড়ন মায়ের মতো হলেও দেখতে অনেকটা দাদির মতো।
৭. নুজহাতের বৈশিষ্ট্যের জন্য দায়ী কোনটি?
ক. ক্রোমোজোম খ. নিউক্লিয়াস
গ. পিউরিন বেস ঘ. জিন
৮. নুজহাতের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদানটি—
i. বংশগতির নিয়ন্ত্রক
ii. জননকোষের মূল উপাদান
iii. DNA–তে বিন্যস্ত থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. থ্যালাসেমিয়া রোগে—
i. লোহিত কণিকা নষ্ট হয়
ii. রোগী রক্তশূন্যতায় ভোগে
iii. শ্বেতকণিকা নষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. থ্যালাসেমিয়া রোগীদের কী সমৃদ্ধ ফল খেতে নিষেধ করা হয়?
ক. প্রোটিন খ. আয়রন
গ. সালফার ঘ. ফসফরাস
সঠিক উত্তর
অধ্যায় ১২: ৭. ঘ ৮. খ ৯. ক ১০. খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষকরূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা