জীববিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

১. কোনটি উদ্ভিদ কোষের ভেতরে ও বাইরে তরল পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করে?

ক. প্লাজমামেমব্রেন

খ. সাইটোপ্লাজম

গ. গলজি বস্তু

ঘ. কোষপ্রাচীর

২. পাতার ক্লোরেনকাইমাকে কী বলে?

ক. প্যারেনকাইমা খ. অ্যারেনকাইমা

গ. জাইলেম ঘ. মেসোফিল

৩. কোনটির কোষপ্রাচীর লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি?

ক. সপুষ্পক উদ্ভিদ খ. ব্যাকটেরিয়া

গ. ছত্রাক ঘ. শৈবাল

৪. মাইক্রোভিল্লি কোথায় থাকে?

ক. প্লাজমালেমায় খ. সাইটোপ্লাজমে

গ. কোষপ্রাচীরে ঘ. নিউক্লিয়াসে

৫. কাইটিন কোন জাতীয় পদার্থ?

ক. ফ্যাট খ. প্রোটিন

গ. মিনারেল ঘ. কার্বোহাইড্রেট

৬. গলজি বস্তুর কাজ হলো—

i. হরমোন নিঃসরণ করা

ii. কোষস্থ পানি বের করা

iii. প্রোটিনজাতীয় পদার্থ সংশ্লেষণ করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭. বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে কী বলা হয়?

ক. কোলেনকাইমা খ. অ্যারেনকাইমা

গ. ক্লোরেনকাইমা ঘ. স্কেলেরেনকাইমা

৮. লিউকোপ্লাস্ট উদ্ভিদের কোন অঙ্গে অবস্থান করে?

ক. মূলে খ. কাণ্ডে

গ. পাতায় ঘ. ফুলে

৯. নিউক্লিয়াস সম্পর্কে তথ্য হলো—

i. কোষের কেন্দ্রে অবস্থান করে

ii. কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে

iii. ক্রোমোজোম ধারণ করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০. ক্রোমোপ্লাস্ট উদ্ভিদের কোন অঙ্গে অবস্থান করে?

ক. মূলে খ. কাণ্ডে

গ. পাতায় ঘ. ফুলে

১১. কোষের কোন অঙ্গাণুটি পরিপাকে সাহায্য করে?

ক. সেন্ট্রোজোম খ. ক্রোমোজোম

গ. লাইসোজোম ঘ. রাইবোজোম

১২. উচ্চ শ্রেণির জীবে দেহকোষ কী ধরনের?

ক. n খ. 2n গ. 3n ঘ. 4n

১৩. সেন্টোস্ফিয়ারের কেন্দ্রস্থলে অবস্থান করে কোনটি?

ক. সেন্ট্রিওল খ. সেন্ট্রোজোম

গ. রাইবোজোম ঘ. লাইসোজোম

১৪. সাইটোপ্লাজমের বাইরের দিকের শক্ত অঞ্চলকে কী বলে?

ক. রাইবোজোম খ. সেন্টোজোম

গ. এক্টোপ্লাজম ঘ. এন্ডোপ্লাজম

১৫. প্লাজমালেমা কয় স্তরবিশিষ্ট?

ক. এক খ. দুই গ. তিন ঘ. চার

১৬. নিম্ন শ্রেণির জীবে দেহকোষ কী ধরনের হয়ে থাকে?

ক. n খ. 2n গ. 3n ঘ. 4n

১৭. উদ্ভিদ কোষে—

i. সেন্ট্রোজোম থাকে

ii. কোষপ্রাচীর আছে

iii. সঞ্চিত খাদ্য শ্বেতসার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ১. ঘ ২. ঘ ৩. খ ৪. ক ৫. ঘ ৬. ক

৭. খ ৮. ক ৯. গ ১০. ঘ ১১. গ ১২. খ ১৩. ক ১৪. গ ১৫. খ ১৬. ক ১৭. গ