অধ্যায় ২
১. নিচের কোনটি আদিকোষে থাকে?
ক. রাইবোজোম খ. প্লাস্টিড
গ. মাইটোকন্ড্রিয়া গ. রেটিকুলাম
২. আদিকোষের ক্রোমোজোমে কেবল কী থাকে?
ক. ডিএনএ খ. আরএনএ
গ.জিন ঘ. প্লাস্টিড
৩. পুং ও স্ত্রী জননকোষের মিলনের ফলে সৃষ্ট প্রথম কোষটিকে কী বলে?
ক. ভ্রুণ খ. জাইগোট
গ. স্পোর ঘ. ব্যাঙাচি
৪. জাইগেট বারবার বিভাজনের মাধ্যমে কী গঠন করে?
ক. জীবদেহ খ. স্পোর
গ. সুবেরিন ঘ. নিউক্লিয়াস
৫. সুবেরিন নামক রাসায়নিক পদার্থ কোথায় থাকে?
ক. আদিকোষে খ. প্রাণিকোষে
গ. কোষপ্রাচীরে ঘ. গলজিবস্তুতে
৬. ছত্রাকের কোষপ্রাচীর কী দিয়ে তৈরি?
ক. সেলুলোজ খ. টিস্যু
গ. কাইটিন ঘ. লিগনিল
৭. কোষপ্রাচীর—
i. কোষকে দৃঢ়তা প্রদান করে
ii. কোষের আকার ও আকৃতি বজায় রাখে
iii. এটি প্রাণিকোষে থাকে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ১. ক ২. ক ৩. খ ৪. ক ৫. গ ৬. গ ৭. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মোহাম্মদ আক্তার উজ জামান, মাস্টার ট্রেইনার
প্রভাষক
রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা