জীববিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

২৫. কোনটির কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি?

ক. শৈবাল খ. ছত্রাক

গ. ফার্ন ঘ. ব্যাকটেরিয়া

নিচের চিত্র থেকে ২৬-২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

২৬. চিত্রের B অংশটির নাম কী?

ক. ঝিল্লি খ. ক্রিস্টি

গ. ম্যাট্রিক্স ঘ. বৃত্তাকার বস্তু

২৭. যে উপাদান দিয়ে চিত্রের A অংশটি গঠিত—

i. প্রোটিন

ii. লিপিড

iii. পলিমার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৮. চিত্রের অঙ্গাণুটি জীবজগৎকে সহায়তা করে—

i. খাদ্য প্রস্তুত করে

ii. শক্তি উৎপাদন করে

iii. কোষের বিপাকীয় শক্তি সররাহ করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ২৫. খ ২৬. খ ২৭. ক ২৮. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল