এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস : জীববিজ্ঞানের বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

৩৯. পাঁটের আঁশ কোন ধরনের টিস্যু?

ক. জাইলেম ফাইবার

খ. সেকেন্ডারি জাইলেম ফাইবার

গ. সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবার

ঘ. স্ক্লেেরনকাইমা

৪০. জাইলেম টিস্যু কয় প্রকার?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

৪১. জাইলেম ফাইবার কোন জাতীয় কোষ?

ক. প্যারেনকাইমা খ. কোলেনকাইমা

গ. অ্যারেনকাইমা ঘ. স্ক্লেেরনকাইমা

৪২. জটিল টিস্যু কয় প্রকার?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

৪৩. ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কোনটি?

ক. কোষগুলো স্থায়ী

খ. কোষগহ্বর আছে

গ. কোষগুলো আয়তাকার

ঘ. আন্তকোষীয় ফাঁক আছে

৪৪. কোনটিতে নিউক্লিয়াস থাকে না?

ক. দেহ কোষে খ. জনন কোষে

গ. পেশী কোষে ঘ. পরিণত সীভকোষে

৪৫. কোন টিস্যুর কোষগুলো দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতায় মোটামুটি একই রকম?

ক. কোলেনকাইমা

খ. প্যারেনকাইমা

গ. অ্যারেনকাইমা

ঘ. স্ক্লেেরনকাইমা

৪৬. চটের বস্তায় কোন ধরনের টিস্যু থাকে?

ক. জাইলেম ফাইবার

খ. জাইলেম প্যারেনকাইমা

গ. ফ্লোয়েম প্যারেনকাইমা

ঘ. সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবার

সঠিক উত্তর

অধ্যায় ২: ৩৯. গ ৪০. গ ৪১. ঘ ৪২. ক ৪৩. গ ৪৪. ঘ ৪৫. খ ৪৬. ঘ