জীববিজ্ঞান ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

১. ক্রোমোজোমীয় নৃত্য কোন দশায় দেখা যায়?

ক. প্রোফেজ

খ. মেটাফেজ

গ. অ্যানাফেজ

ঘ. প্রোমেটাফেজ

২. বাইভ্যালেন্ট সৃষ্টি হয় মিয়োসিসের কোন উপপর্যায়ে?

ক. লেপ্টোটিন খ. জাইগোটিন

গ. প্যাকাইটিন ঘ. ডিপ্লোটিন

৩. মাইটোসিসের মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো—

i. খাটো ও মোটা হয়

ii. বিষুবীয় প্লেটে থাকে

iii. মেটাকাইনেসিস ঘটে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪. মিয়োসিসের কোন উপপর্যায়ে প্রান্তীয়করণ দেখা যায়?

ক. লেপ্টোটিন খ. জাইগোটিন

গ. ডিপ্লোটিন ঘ. প্যাকাইটিন

৫. কোন উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম জোড় বাঁধে?

ক. লেপ্টোটিন খ. জাইগোটিন

গ. প্যাকাইটিন ঘ. ডিপ্লোটিন

৬. কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো V, L, J, ও I-এর আকার ধারণ করে?

ক. প্রোফেজ খ. মেটাফেজ

গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ

৭. ক্রসিংওভার এর সূচনা ঘটে কোন উপপর্যায়ে?

ক. লেপ্টোটিন খ. জাইগোটিন

গ. প্যাকাইটিন ঘ. ডিপ্লোটিন

৮. কোনটিকে নিউক্লিয়াসের বিভাজন বলা হয়?

ক. মেটাকাইনেসিস

খ. ইন্টারকাইনেসিস

গ. ক্যারিতকাইনেসিস

ঘ. সাইটোকাইনেসিস

৯. মাইটোসিসের কোন ধাপে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে?

ক. প্রোফেজ খ. ইন্টারফেজ

গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ

সঠিক উত্তর

অধ্যায় ২: ১. ঘ ২. খ ৩. ঘ ৪. গ ৫. খ ৬. গ ৭. গ ৮. গ ৯. ক