এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : জীববিজ্ঞান ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ৩
৫. অশর্করা থেকে শর্করা সৃষ্টির প্রক্রিয়াকে কী বলে?
ক. গ্লাইকোলাইসিস
খ. গ্লাকোজেনেসিস
গ. গ্লাইকোজেনেসিস
ঘ. গ্লুকোনিওজেনেসিস
নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
শিহাব রহমানের উচ্চতা ১ দশমিক ৫ মিটার এবং ওজন ৬৫ কেজি।
৬. উদ্দীপক অনুযায়ী শিহাব রহমানের BMI কত?
ক. ২০ দশমিক ৮
খ. ২৩ দশমিক ৫
গ. ২৮ দশমিক ৮
ঘ. ৬৬ দশমিক ৫
৭. তাঁর সুস্বাস্থ্যের জন্য যা প্রয়োজন তা হলো—
i. লোভনীয় খাদ্য গ্রহণ
ii. নিয়মিত ব্যায়াম
iii. নিয়মিত ওজন পর্যবেক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. কোনটি মানুষের লালাগ্রন্থি?
ক. গ্যাস্ট্রিক গ্রন্থি খ. প্যারোটিড গ্রন্থি
গ. সবুজ গ্রন্থি ঘ. সাব-লিঙ্গুয়াল গ্রন্থি
৯. ইউরিয়া তৈরির সঙ্গে কোন চক্রটি সংশ্লিষ্ট?
ক. ক্রেবস চক্র
খ. নাইট্রোজেন চক্র
গ. অরনিথিন চক্র
ঘ. সাইট্রিক অ্যাসিড চক্র
১০. কোন স্তরে গবলেট কোষ থাকে?
ক. সেরোসা
খ. মিউকোসা
গ. সাব-মিউকোসা
ঘ. মাসকিউলারিস মিউকোসা
১১. দুধদাঁতে অনুপস্থিত থাকে কোনটি?
ক. ইনসিসর খ. ক্যানাইন
গ. প্রিমোলার ঘ. মোলার
১২. পাকস্থলীর প্রাচীরের প্যারাইটাল কোষ থেকে নিঃসৃত হয় কোনটি?
ক. HCl খ. মিউসিন
গ. গ্যাস্ট্রিন ঘ. পেপসিনোজেন
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৫. ঘ ৬. গ ৭. গ ৮. ঘ ৯. গ ১০. খ ১১. ঘ ১২. ক