জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকাঅধ্যায়-১৪ প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বিজ্ঞান বিষয়ের অধ্যায় ১৪ থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।# নিচের চিত্রটি দেখে প্রশ্নগুলোর উত্তর দাও।প্রশ্ন: ক. বাস্তুতন্ত্র কাকে বলে?খ. খাদ্যজাল বলতে কী বোঝায়?গ. চিত্র A-এর সংখ্যাধিক্যের কারণে কী অবস্থা সৃষ্টি হবে? ব্যাখ্যা করো।ঘ. চিত্রে প্রদর্শিত জীব ও জড় উপাদানগুলো কীভাবে বাস্তুসংস্থানে সম্পৃক্ত? ব্যাখ্যা করো।উত্তর: ক. বাস্তুতন্ত্র: একটি নির্দষ্টি স্থানে বসবাসকারী জীব সম্প্রদায়ের বিভিন্ন সদস্যদের সঙ্গে ওই স্থানের জড় উপাদানগুলোর আদান-প্রদানের মাধ্যমে যে অনুকূল বসবাসরীতি গড়ে ওঠে, তাকে বাস্তুতন্ত্র বলে।উত্তর: খ. প্রকৃতিতে খাদ্যশৃঙ্খল বিচ্ছিন্নভাবে থাকে না। একটি খাদ্যশৃঙ্খলের সঙ্গে অন্যান্য খাদ্যশৃঙ্খল সম্পর্কযুক্ত। যখন একটি বাস্তুতনে্ত্র একাধিক খাদ্যশৃঙ্খল পরিলক্ষিত হয় তখন ওই পরিবেশের খাদ্যশৃঙ্খল খুবই জটিল আকার ধারণ করে এবং এ ক্ষেত্রে বিভিন্ন প্রকার খাদ্যশৃঙ্খলের সদস্যরা পরস্পরের সঙ্গে আন্তসম্পর্কযুক্ত হয়ে ওঠে। বিভিন্ন প্রজাতি দ্বারা আন্তসম্পর্কযুক্ত একাধিক খাদ্যশৃঙ্খলের সুসংবদ্ধ বিন্যাসকে একত্রে খাদ্যজাল বলে।উত্তর: গ. চিত্র A বড় মাছ, যা পুকুরের বাস্তুসংস্থানে তৃতীয় স্তরের খাদক। ছোট মাছ, জলজ পতঙ্গ, চিংড়ি, ব্যাঙ ইত্যাদি দ্বিতীয় স্তরের খাদক। দ্বিতীয় স্তরের খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে বড় মাছ। বড় মাছের সংখ্যা বেড়ে গেলে দ্বিতীয় স্তরের খাদকের সংখ্যা কমে যাবে। ফলে বড় মাছের খাদ্যাভাব দেখা দেবে এবং বড় মাছের সংখ্যা কমে যাবে। কিন্তু উৎপাদক এবং প্রথম স্তরের খাদকের সংখ্যা বেড়ে যাবে। ফলে বাস্তসংস্থানে একটি বিপর্যয় সৃষ্টি হবে।উত্তর: ঘ. কোনো নির্দষ্টি স্থানে বসবাসকারী জীব ও জড় উপাদানগুলোর পারস্পরিক আন্তক্রিয়ার ফলে ওই স্থানে যে অনুকূল বসবাসরীতি গড়ে ওঠে, সেই প্রপঞ্চকে বাস্তুসংস্থান বলে। উদ্দীপকে পানি, বায়ু, সূর্যালোক জড় উপাদান হিসেবে কাজ করে থাকে। সবুজ উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে সালোকসংশে্লষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে থাকে। কাজেই উদ্দীপকে সবুজ উদ্ভিদ উৎপাদক। উৎপাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে প্রথম স্তরের খাদক। প্রথম স্তরের খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে দ্বিতীয় স্তরের খাদক। এখানে ছোট মাছ দ্বিতীয় স্তরের খাদক। ছোট মাছকে খাদ্য হিসেবে গ্রহণ করে বড় মাছ। সুতরাং বড় মাছ তৃতীয় স্তরের খাদক। বিভিন্ন ধরনের ছত্রাক ও ব্যাকটেরিয়া বিয়োজক হিসেবে কাজ করে থাকে। এভাবে জড় ও জীব উপাদানগুলোর পারস্পরিক আন্তক্রিয়ার ফলে ওই স্থানে বসবাসের একটি উপযোগী পরিবেশ গড়ে ওঠে। সুতরাং চিত্রে প্রদর্শিত জড় ও জীব উপাদানগুলো বাস্তুসংস্থানে নিবিড়ভাবে সম্পৃক্ত।