জ্যেষ্ঠ শিক্ষকদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হওয়ার সুযোগ

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদের ৫০ শতাংশ জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে পদায়ন করা হবে।

গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি আইন-২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০২১ অনুযায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে ৫০ শতাংশ সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে পদায়নের বিধান রয়েছে। এ কারণে শিক্ষা মন্ত্রণালয়ের ৩৭.০০.০০০০.০৭১.১২.০০১.২১-৩৬৯ স্মারকে গত ৩০ জুনে ৫ হাজার ৪৫২ জন পদোন্নতিপ্রাপ্ত সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়ন প্রয়োজন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ অবস্থায় পদোন্নতিপ্রাপ্ত সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে (জ্যেষ্ঠতা অনুসারে) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে বদলিভিত্তিক পদায়নে আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া ছক অনুযায়ী পূরণ করে [email protected] ঠিকানায় আগামী সাত কর্মদিবসের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হলো।