অধ্যায় ২
২৪. কম্পিউটারে Out of Memory দেখায় যখন—
i. মেমোরি পর্যাপ্ত থাকে
ii. অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করতে গেলে
iii. একসঙ্গে একাধিক প্রোগ্রাম ওপেন করে কাজ করতে চাইলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫. কম্পিউটারকে সচল ও কার্যক্ষম রাখতে কী করতে হবে?
ক. রক্ষণাবেক্ষণ
খ. নতুন কম্পিউটার কিনতে হবে
গ. কম্পিউটার সফটওয়্যার বদলাতে হবে
ঘ. রিপেয়ার করতে হবে
২৬. বর্তমানে বেশির ভাগ কম্পিউটারে ব্যবহার করা হয় মাইক্রোসফট কোম্পানির অপারেটিং সিস্টেম, তার নাম কী?
ক. উইন্ডোজ খ. ডস
গ. লিনাক্স ঘ. ইউনিক্স
২৭. সিডি, ডিভিডি বা পেন ড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি প্রথমে চালু হয়?
ক. Restart খ. Auto run
গ. Read me ঘ. Setup
২৮. সফটওয়্যার ইনস্টল করতে হলে অবশ্যই দেখতে হবে—
i. হার্ডওয়্যার সেটিকে সাপোর্ট করে কি না
ii. অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি বন্ধ করা হয়েছে কি না
iii. অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কি না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯. অপারেটিং সিস্টেমের রক্ষণাবেক্ষণে কী করতে হয়?
ক. হালনাগাদ
খ. নতুন তৈরি
গ. রিপেয়ার
ঘ. আনইনস্টল
নিচের উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
প্রমা এক বছর আগে একটি কম্পিউটার কিনেছিল। এক বছর যেতে না যেতেই কম্পিউটারটির গতি দিন দিন কমে গেল। এর জন্য সে ভীষণ চিন্তায় পড়ে গেল। প্রমার বান্ধবী তাকে একটি সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারের গতি বাড়ানোর পরামর্শ দিল।
৩০. প্রমার বান্ধবী তাকে কোন সফটওয়্যার ব্যবহারের পরামর্শ দিল?
ক. এমএস ডস
খ. এমএস ওয়ার্ড
গ. ডিস্ক ক্লিনআপ
ঘ. উইন্ডোজ
৩১. কম্পিউটারের গতি কমে যাওয়ার কারণ হলো—
i. টেম্পোরারি ফাইল
ii. ভাইরাস
iii. কম্পিউটারটি পুরাতন হয়ে গেছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ২৪. গ ২৫. ক ২৬. ক ২৭. খ
২৮. ঘ ২৯. ক ৩০. গ ৩১. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল