অধ্যায় ৪
২২. কোন অপশন ব্যবহারে ওয়ার্ডে বানান চেক করা যায়?
ক. Reference
খ. Spelling grammar checking
গ. Word checker
ঘ. Speller
২৩. কোন সফটওয়্যারের সাহায্যে বানান সংশোধন করা যায়?
ক. স্পেল চেকার
খ. স্পেলিং
গ. ফটোশপ সফটওয়্যার
ঘ. একসেস সফটওয়্যার
২৪. স্বয়ংক্রিয়ভাবে বানান সংশোধনের ব্যবস্থা রয়েছে কোন সফটওয়্যারে?
ক. প্রোগ্রামিং সফটওয়্যার
খ. ওয়ার্ড প্রসেসর
গ. মাইক্রোসফট একসেস
ঘ. ডিজাইন সফটওয়্যার
২৫. সংরক্ষিত ওয়ার্ড ডকুমেন্ট কতবার প্রিন্ট করা যায়?
ক. এক খ. দুই
গ. পাঁচ ঘ. যত খুশি তত
২৬. ওয়ার্ড প্রসেসর উইন্ডোর কোথায় অফিস বাটনের অবস্থান?
ক. নিচের বাঁ দিকে কোনায়
খ. স্ট্যাটাস বারে
গ. ওপরের বাঁ দিকে কোনায়
ঘ. রিবনে
সঠিক উত্তর
অধ্যায় ৪: ২২. খ ২৩. ক ২৪. খ ২৫. ঘ ২৬. গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল