অধ্যায় ১
১. বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ ধারণার প্রবক্তা কে?
ক. মার্শাল ম্যাকলুহান
খ. টিম বানার্স লি
গ. মার্ক জাকারবার্গ
ঘ. ই এফ কড
২. ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কর্মসংস্থানের সুযোগকে কী বলা হয়?
ক. ই-কমার্স খ. ই-মার্কেটিং
গ. ই-বিজনেস ঘ. আউটসোর্সিং
৩. ফ্রিল্যান্সিং কী?
ক. দীঘমেয়াদি চুক্তিতে কাজ করা
খ. নিয়মমাফিক ১০টা-৫টা অফিস করা
গ. স্বাধীনভাবে যেকোনো প্রতিষ্ঠানে কাজ করা
ঘ. সুনির্দিষ্ট কাজের লাইসেন্স নিয়ে কাজ করা
৪. বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কোন উপাদানটির ভূমিকা সবচেয়ে বেশি?
ক. ইন্টারনেট খ. রেডিও
গ. টেলিভিশন ঘ. টেলিফোন
৫. কোনো বিজ্ঞাপন বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হলে কী করতে হবে?
ক. সাইনবোর্ডে টাঙাতে হবে
খ. পত্রিকায় দিতে হবে
গ. ওয়েবসাইটে দিতে হবে
ঘ. রেডিওতে প্রচার করতে হবে
৬. কোনটির মাধ্যমে এক দেশের লোক অন্য দেশের লোকের সঙ্গে ভিডিও চ্যাট করেন?
ক. স্কাইপি খ. মাই স্পেস
গ. টুইটার ঘ. ইউটিউব
৭. অনলাইনের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য করাকে কী বলা হয়?
ক. ই-মেইল খ. ই-বুক
গ. ই-গভর্নেস ঘ. ই-কমার্স
৮. www.khanacademy.org কী সংক্রান্ত ওয়েবসাইট?
ক. চিকিৎসাসংক্রান্ত ওয়েবসাইট
খ. বিনোদনসংক্রান্ত ওয়েবসাইট
গ. ব্যবসাসংক্রান্ত ওয়েবসাইট
ঘ. শিক্ষাসংক্রান্ত ওয়েবসাইট
৯. বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনটির অবদান সবচেয়ে বেশি?
ক. টেলিফোন খ. ইন্টারনেট
গ. টেলিভিশন ঘ. স্যাটেলাইট
১০. কোনটির কল্যাণে ঘরে বসেই বিশ্বকে হাতের মুঠোয় পাওয়া যাচ্ছে?
ক. ইন্টারনেট খ. টেলিভিশন
গ. টেলিফোন ঘ. মুঠোফোন
সঠিক উত্তর
অধ্যায় ১: ১. ক ২. ঘ ৩. গ ৪. ক ৫. গ ৬. ক ৭. ঘ ৮. ঘ ৯. খ ১০. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল