অষ্টম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

৮৫. বিপণনের অন্তর্ভুক্ত হলো—

i. বাজার বিশ্লেষণ

ii. তথ্য সংগ্রহ

iii. সরবরাহ ও প্রচার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮৬. ব্যবসা লেনদেনে ভূমিকা রাখে—

i. ফ্যাক্স ii. মোবাইল ফোন

iii. ই-মেইল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮৭. জাতীয় ওয়েব পোর্টালের কাজ কী?

ক. সরকারি তথ্যাদি প্রকাশ করা

খ. সরকারি তথ্যাদি গোপন রাখা

গ. সরকারি তথ্যাদি যাচাই করা

ঘ. সরকারি তথ্যাদি প্রচারে বাধাদান

৮৮. জাতীয় ওয়েব পোর্টালের ঠিকানা কী?

ক. www.bangla.gov.bd

খ. www.bangladesh.gov.db

গ. www.bangladesh.org.bd

ঘ. www.bangladesh.gov.bd

৮৯. ই-পর্চা কীভাবে সংগ্রহ করা যায়?

ক. ই-সেবাকেন্দ্র থেকে

খ. অফিস থেকে

গ. কম্পিউটার থেকে

ঘ. থানা থেকে

৯০. ই-পর্চা কী ধরনের সেবা?

ক. স্বাস্থ্যসেবা

খ. চিকিত্সা সেবা

গ. এক ধরনের নাগরিক সেবা

ঘ. আইন সেবা

৯১. অনলাইনে জমি–জমার তথ্য সংগ্রহের পদ্ধতিকে কী বলে?

ক. ই-পর্চা খ. ই-ল্যান্ড

গ. ই-বুক ঘ. ই-কমার্স

৯২. E-Book-এর পূর্ণনাম কী?

ক. Electronic Booking

খ. Electronic Book

গ. Electric Book

ঘ. Election Book

৯৩. সরকারিভাবে ই-বুকের ওয়েবসাইটের নাম কী?

ক. www.ebook.gov

খ. www.ebook.bd

গ. www.ebook.gov.bd

ঘ. www.ebook.bd.gov

৯৪. ইক্ষু সরবরাহের স্বয়ংক্রিয় অনুমতিপত্রকে কী বলে?

ক. পুর্জি খ. ই-বুক

গ. ই-পর্চা ঘ. ই-পুর্জি

৯৫. বর্তমানে কৃষকেরা কীভাবে পুর্জি পাচ্ছেন?

ক. রেডিওতে খ. মোবাইল ফোনে

গ. ল্যাপটপে ঘ. কম্পিউটারে

৯৬. টেলিমেডিসিন সেবার উদ্দেশ্য কী?

ক. জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া

খ. ধনীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া

গ. ব্যবসায়ীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া

ঘ. গরিবদের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া

সঠিক উত্তর

অধ্যায় ১: ৮৫. ঘ ৮৬. ঘ ৮৭. ক ৮৮. ঘ ৮৯. ক

৯০. গ ৯১. ক ৯২. খ ৯৩. গ ৯৪. ঘ ৯৫. খ ৯৬. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল