তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

১১. দূরবর্তী কোনো বস্তু বা ব্যক্তির সঙ্গে যোগাযোগের সময় কোনটির সুদৃঢ় নেটওয়ার্ক থাকার প্রয়োজন হয়?

ক. ইন্টারনেট

খ. ক্রায়োসার্জারি

গ. গ্লোবাল ভিলেজ

ঘ. ভার্চ্যুয়াল রিয়েলিটি

১২. বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগের মাধ্যম কোনটি?

ক. ফেসবুক খ. মাই স্পেস

গ. টুইটার ঘ. ইয়লো

১৩. দেশের অর্থনীতির চাকাকে গতিশীল করতে নিচের কোনটি নতুন মাত্রা যুক্ত করেছে?

ক. ফেসবুক খ. আউটসোর্সিং

গ. গুগল ঘ. সংবাদপত্র

১৪. বর্তমানে ঘরে বসে অর্থ উপার্জন করার বাস্তব উপায় কী?

ক. আউটসোর্সিং

খ. ভার্চ্যুয়াল চাকরি

গ. অনলাইন হ্যাকিং

ঘ. ভার্চ্যুয়াল ব্যবসা

১৫. অর্থ প্রেরণ ও গ্রহণের ক্ষেত্রে নিচের কোনটি নির্ভরযোগ্য মাধ্যমে পরিণত হয়েছে?

ক. মোবাইল ব্যাংকি

খ. কুরিয়ার সার্ভিস

গ. তফসিলি ব্যাংক

ঘ. পোস্ট অফিস

১৬. কম্পিউটার নেটওয়ার্কের আওতায় বেচাকেনাকে সাধারণভাবে কী বলা হয়?

ক. ই-কমার্স খ. ই-মার্কেট

গ. ই-মেইল ঘ. ই-বিজনেস

১৭. দূরশিক্ষণ শিক্ষাব্যবস্থার মাধ্যমে ছাত্রছাত্রীরা—

i. বাড়ির কাজ ইন্টারনেটের সহায়তায় জমা দিতে পারবে

ii. বিভিন্ন রকম অনলাইন পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে

iii. শিক্ষকের লেকচার নোটগুলো ওয়েবসাইটে দেখতে পারবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i, ii ও iii

গ. ii ও iii ঘ. i ও iii

১৮. অনলাইন শিক্ষাব্যবস্থায় শিশুশ্রেণিতে শিক্ষাদানের ক্ষেত্রে লেকচারসমূহ প্রচার করা যেতে পারে—

i. টেলিভিশনের মাধ্যমে

ii. ফ্যাক্স মেশিনের মাধ্যমে

iii. মুঠোফোনের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ১১. ক ১২. ক ১৩. খ ১৪. ক ১৫. ক ১৬. ক ১৭. খ ১৮. গ