অধ্যায় ১
৬০. অত্যধিক ঠান্ডায় অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যুর ওপর নিচের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়?
ক. ক্রোমোসার্জারি
খ. ক্রায়োসার্জারি
গ. হোমোসার্জারি
ঘ. বায়োসার্জারি
৬১. কত তাপমাত্রায় ক্রায়োসার্জারি সেলগুলোকে ধ্বংস করার কাজ করে?
ক. -41০C খ. -19০C
গ. 0০C ঘ. -58০C
৬২. নিচের কোন রোগের জন্য ক্রায়োসার্জারি ব্যবহৃত হয়?
ক. চর্মরোগ খ. মস্তিষ্কের রোগ
গ. পেটের রোগ ঘ. দন্তরোগ
৬৩. ক্রায়োপ্রোব বলতে কী বোঝায়?
ক. ক্রায়োসার্জারিতে ব্যবহৃত সুতার মতো যন্ত্র
খ. ক্রায়োসার্জারিতে ব্যবহৃত মোমের মতো যন্ত্র
গ. ক্রায়োসার্জারিতে ব্যবহৃত ছোট কাঠির মতো যন্ত্র
ঘ. ক্রায়োসার্জারিতে ব্যবহৃত পেনসিলের মতো যন্ত্র
৬৪. ক্রায়োসার্জারিতে এমআরআই ব্যবহার করা হয় কেন?
ক. আক্রান্ত কোষকে ধ্বংস করার জন্য
খ. আক্রান্ত কোষের সঠিক অবস্থান নির্ণয়ের জন্য
গ. আক্রান্ত কোষে তরল নাইট্রোজেন প্রয়োগের জন্য
ঘ. আক্রান্ত কোষে শীতল তাপমাত্রা প্রয়োগের জন্য
৬৫. ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি উৎপাদন ও বিপণনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
ক. যোগাযোগ প্রযুক্তি
খ. ইন্টারনেট প্রযুক্তি
গ. বায়োপ্রযুক্তি
ঘ. তথ্যপ্রযুক্তি
৬৬. ক্রায়োসার্জারিতে নাইট্রোজেনের কোন অবস্থা প্রয়োগ করা হয়?
ক. কঠিন খ. বায়বীয়
গ. আয়নিত ঘ. তরল
৬৭. ক্রায়োথেরাপি রেডিওথেরাপির তুলনায় ভালো। কেননা—
i. এতে পার্শ্বপ্রতিক্রিয়া কম
ii. রোগীর ধকল কম
iii. এটি বেশি নিরাপদ
নিচের কোনটি সঠিক?
ক. ii ও iii খ. i ও iii
গ. i, ii ও iii ঘ. iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ৬০. গ ৬১. ক ৬২. ক ৬৩. ঘ ৬৪. খ ৬৫. ঘ ৬৬. ঘ ৬৭. গ