তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

৩৫. ওয়ার্ড প্রসেসরে নতুন ডকুমেন্ট খুলতে কোথায় ক্লিক করতে হয়?

ক. New খ. Open

গ. Save ঘ. Publish

৩৬. ওপেন অপশনটির কি-বোর্ড কমান্ড কোনটি?

ক. Ctrl+N খ. Ctrl+P

গ. Ctrl+O ঘ. Shift+O

৩৭. ডকুমেন্ট সেভ করতে কি-বোর্ড কমান্ড কোনটি?

ক. Ctrl+A খ. Ctrl+S

গ. Shift+S ঘ. Alt+O

৩৮. ওয়ার্ড প্রসেসরে নতুন ডকুমেন্ট খোলার কি-বোর্ড কমান্ড কোনটি?

ক. Ctrl+O খ. Ctrl+N

গ. Ctrl+P ঘ. Ctrl+C

৩৯. ওয়ার্ড প্রসেসরে ডকুমেন্ট প্রিন্টের কি-বোর্ড কমান্ড কোনটি?

ক. Shift+P খ. Alt+P

গ. Ctrl+P ঘ. P+enter

৪০. কপি করার কি-বোর্ড কমান্ড কোনটি?

ক. Ctrl+C খ. Ctrl+P

গ. Ctrl+V ঘ. Ctrl+S

৪১. পেস্ট করার কি-বোর্ড কমান্ড কোনটি?

ক. Ctrl+L খ. Ctrl+C

গ. Ctrl+V ঘ. Ctrl+P

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৩৫. ক ৩৬. খ ৩৭. খ ৩৮. খ ৩৯. গ ৪০. ক ৪১. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


প্রকাশ কুমার দাস, মাস্টার ট্রেইনার
সহকারী অধ্যাপক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা