তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায় ৩
প্রিয় শিক্ষার্থী, আজ অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো। এগুলো সংগ্রহ করে অনুশীলন করবে এবং উত্তর মিলিয়ে নেবে।

১৭. ই-বুক, সংবাদপত্র ইত্যাদি কী ধরনের কনটেন্ট?
ক. শব্দ খ. বই গ. টেক্সট ঘ. ভিডিও
১৮. ক্যামেরায় তোলা ছবি, ইনফোগ্রাফিকস, হাতে আঁকা ছবি, অ্যানিমেটেড ছবি ও কার্টুন ছবি কী ধরনের কনটেন্ট?
ক. শব্দ খ. ছবি গ. শ্বেতপত্র ঘ. ভিডিও
১৯. ছবি একধরনের ডিজিটাল কনটেন্ট, যার অন্তর্ভুক্ত রয়েছে—
ক. অঙ্কনকরণ খ. নিবন্ধ গ. ই-বুক ঘ. পণ্যের তালিকা
২০. কম্পিউটারে সৃষ্ট সব ধরনের ছবি কোন ধারার কনটেন্ট?
ক. শব্দ খ. ভিডিও গ. ছবি ঘ. টেক্সট
২১. কোনটি ভিডিও শেয়ারিং সাইট?
ক. গুগল খ. ইউটিউব গ. ইয়াহু ঘ. ই-বুক
২২. ইউটিউবে ভিডিও শেয়ার করতে কোনটি অবশ্যই প্রয়োজন?
ক. অডিও খ. মোবাইল ফোন গ. ইন্টারনেট ঘ. কম্পিউটার
২৩. ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হওয়াকে কী বলে?
ক. অ্যানিমেশন খ. শেয়ারিং গ. ওয়েবিনারো ঘ. ভিডিও স্ট্রিমিং
২৪. ভিডিও শেয়ারিং সাইটে শেয়ারকৃত ভিডিও কোন ধারার ডিজিটাল কনটেন্ট?
ক. ছবি খ. ভিডিও গ. অ্যানিমেশন ছবি ঘ. শব্দ
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
টিভিতে একটি জরুরি ঘটনার ওপর খবর প্রচারিত হচ্ছিল। এমন সময় হঠাত্ বিদ্যুত্ চলে গেলে প্রিয়াংকা সঙ্গে সঙ্গে তার ল্যাপটপে ইন্টারনেট সংযোগ প্রদান করে ঘটনাটির লাইভ ভিডিও দেখতে লাগল।
২৫. প্রিয়াংকা ইন্টারনেট সংযোগে যে কাজটি করল তাকে কী বলে?
ক. ইন্টারনেট ব্রাউজিং খ. ভিডিও স্ট্রিমিং গ. অ্যানিমেশন ঘ. ব্লগপোস্ট
২৬. প্রিয়াংকা যে ধরনের ডিজিটাল কনটেন্ট ব্যবহার করেছে তার বৈশিষ্ট্য হলো—
i. মোবাইল ফোনে ব্যবহারযোগ্য ii. লিখিত তথ্যের পরিমাণ বেশি
iii. এতে অ্যানিমেশন যোগ করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭. শব্দ বা অডিও আকারের সব কনটেন্ট কোন প্রকারের অন্তর্ভুক্ত?
ক. ভিডিও খ. অডিও গ. টেক্সট ঘ. পিকচার
২৮. কোনটি অডিও কনটেন্ট?
ক. ইন্টারনেট খ. কার্টুন গ. গ্রাফিকস ঘ. ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট
২৯. ওয়েবিনারো কোন জাতীয় ডিজিটাল কনটেন্ট?
ক. শব্দ খ. টেক্সট গ. ভিডিও স্ট্রিমিং ঘ. অ্যানিমেশন
৩০. ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট কোন ধরনের ডিজিটাল কনটেন্ট?
ক. শ্বেতপত্র খ. শব্দ গ. ছবি ঘ. ভিডিও
৩১. নিচের কোনটি অডিও কনটেন্টের আওতাভুক্ত?
ক. ভিডিও ফাইল খ. অডিও ফাইল
গ. লিখিত ফাইল ঘ. কম্পিউটারের ফাইল
৩২. ই-বুকের পূর্ণরূপ—
ক. ইলেকট্রনিকস বুক খ. ইলেকট্রো বুক
গ. ইন্টারনেট বুক ঘ. ইলেকট্রনিক বুক
৩৩. ইলেকট্রনিক বুকের সংক্ষিপ্ত রূপ কোনটি?
ক. বুক খ. অ্যাপস গ. ইন্টারনেট ঘ. ই-বুক
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-৩
১৭. গ ১৮. খ ১৯. ক ২০. গ ২১. খ ২২. গ ২৩. ঘ ২৪. খ ২৫. খ ২৬. খ ২৭. খ ২৮. ঘ ২৯. ক ৩০. খ ৩১. খ ৩২. ঘ ৩৩. ঘ
মাস্টার ট্রেইনার
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা