তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায় ৩

প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

৩৪. কোনো মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপকে বলে—
ক. ই-বুক খ. ইলেকট্রনিকস গ. বুক ঘ. ইন্টারনেট বুক
৩৫. কোন ধরনের বইয়ে অ্যানিমেশন যুক্ত করা যায়?
ক. পাঠ্যবইয়ে খ. ই-বুকে গ. গল্পের বইয়ে ঘ. বিজ্ঞানের বইয়ে
৩৬. ই-বুকের সবচেয়ে বড় সুবিধা হলো—
ক. কম খরচ খ. ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশ করার সুবিধা
গ. সব বইয়ের ই-বুক ভার্সন পাওয়া ঘ. অ্যানিমেশন যোগ করার সুবিধা
৩৭. ই-বুক পড়তে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?
ক. স্মার্টফোন খ. যেকোনো রিডার গ. ল্যান্ডফোন ঘ. ইন্টারনেট
৩৮. ই-বুক পড়তে ব্যবহূত বিশেষ ধরনের রিডারকে কী বলা হয়?
ক. স্মার্টফোন খ. রিডার গ. ই-বুক রিডার ঘ. কম্পিউটার
৩৯. কিন্ডল কী?
ক. কম্পিউটার গেম খ. ইনফোগ্রাফিকস গ. ই-বুক রিডার ঘ. কার্টুন
৪০. কোনটি ই-বুক রিডারের নাম?
ক. অ্যামাজন খ. কিন্ডল গ. মজিলা ফায়ারফক্স ঘ. ট্রোজান হর্স
৪১. সবচেয়ে জনপ্রিয় ই-বুক রিডারের নাম হলো—
ক. পকেট বুক খ. হ্যান্ডবুক গ. কিন্ডল ঘ. কম্পিউটার বুক
৪২. সাধারণভাবে ই-বুককে কয়টি ভাগে ভাগ করা যায়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৪৩. মুদ্রিত বইয়ের ই-বুক প্রতিলিপি সাধারণত কোন ফরম্যাটে প্রকাশিত হয়?
ক. jpg খ. bmp গ. pdf ঘ. ai
৪৪. যে ধরনের ই-বই ইন্টারনেটে পড়া যায়, সেগুলোর প্রকাশিত ফরম্যাট কোনটি?
ক. jpg খ. bmp গ. html ঘ. pdf
৪৫. HTML-এর পূর্ণরূপ—
ক. Hyper Training Markup Language
খ. Hyper Text Markup Language
গ. Hyper Text Management Learning
ঘ. High Though Markup Language
৪৬. অনলাইন ই-বুক কোথায় প্রকাশিত হয়?
ক. ওয়েবসাইটে খ. ফেসবুকে গ. কম্পিউটারে ঘ. পিডিএফএ
৪৭. EPUB-এর পূর্ণরূপ কোনটি?
ক. Electro Publication খ. Electronic Publication
গ. Enormous Publication ঘ. Easy Publication
৪৮. কোন ফরম্যাটে প্রকাশিত ই-বুক ফিল্ডস রিডারে পড়া যায়?
ক. HTML খ. DBS গ. Website ঘ. EPUB
৪৯. আইবুক রিডারের স্বকীয়তা নির্ধারক কোনটি?
ক. ইন্টারনেট খ. আইবুক রিডারের নিজস্ব ফরম্যাট গ. ই-বুক ঘ. ফিল্ডস
৫০. কোন ধরনের ই-বুকে অ্যানিমেশন যুক্ত থাকে?
ক. অনলাইনের ই-বুকে খ. মুদ্রিত বইয়ের ই-বুকে
গ. চৌকস ই-বুকে ঘ. সব ধরনের ই-বুকে
৫১. ভিডিও যুক্ত করা যায় কোন ই-বুকে?
ক. ইনফোগ্রাফিকসে খ. মুদ্রিত বইয়ের ই-বুকে
গ. ওয়েবিনাবোতে ঘ. চৌকস ই-বুকে
৫২. চৌকস ই-বুকে বইয়ের লিখিত অংশ ছাড়াও কোনটি যুক্ত থাকতে পারে?
ক. অডিও খ. ভিডিও গ. অ্যানিমেশন ঘ. সব কটি
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-৩
৩৪. ক ৩৫. খ ৩৬. খ ৩৭. ক ৩৮. গ ৩৯. গ ৪০. খ ৪১. গ ৪২. ঘ ৪৩. গ ৪৪. গ ৪৫. খ ৪৬. ক ৪৭. খ ৪৮. ঘ ৪৯. খ ৫০. গ ৫১. ঘ ৫২. ঘ


মাস্টার ট্রেইনার, প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা